অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন তাসকিন

সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দেশের ক্রিকেটাঙ্গন। পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মাঝরাতে বন্ধুকে মারধর করেছেন তাসকিন, এমন খবরে চোখ কপালে ওঠে প্রায় সবার। দেশসেরা এই পেসারকে পাওয়া যাচ্ছিল না মুঠোফোনে, সন্দেহ তখন ডালপালা মেলতে থাকে।
তবে, আজ সোমবার (২৮ জুলাই) বিকেল হওয়ার আগে বিষয়টি খোলাসা করেন তাসকিন। মুঠোফোনে পাওয়া যায় তাকে। এনটিভি অনলাইনকে তাসকিন জানান, যে খবরটি ভাইরাল হয়েছে, সেটি মিথ্যে।
এই প্রতিবেদককে তাসকিন বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি আমার অন্য বন্ধুদের সঙ্গে ঘটেছে। মূলত রাতে ওরা আমাকে একটি বিষয়ে জানায়। তখন আমি মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। তিনি তখন বন্ধুদের খুঁজতে বের হয়। ওরা ভয় পেয়ে যায়। ভয় থেকে অভিযোগ (মিরপুর মডেল থানায়) জানায়। এটা পুরোটা ভুল বোঝাবুঝি। সৌরভ (যিনি অভিযোগ করেছিলেন) আমার সঙ্গে আজ কথা বলেছে। বিষয়টির জন্য অনুতপ্ত। অভিযোগও তুলে নিয়েছে।’
কাল রাতে কোথায় ছিলেন জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমি বাসাতেই ছিলাম। তাদের সঙ্গে আমার কাল সন্ধ্যায়ও দেখা হয়েছে। আর সকালে উঠেই দেখি চারদিকে এই নিউজ।’
সোমবার দিনগত রাতে বন্ধুকে পেটানোর অভিযোগ আনা হয় তাসকিনের বিরুদ্ধে। মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন তার বন্ধু সৌরভ।