ডাচদের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটিকে একেবারে হালকাভাবে দেখার উপায় নেই। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর শুরুর আগে বাংলাদেশের জন্য এটি প্রস্তুতি সিরিজ। এমন প্রেক্ষাপটে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ শনিবার (৩০ আগস্ট) মুখোমুখি হয়েছে দুদল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ আজ মাঠে নেমেছে একাদশে ৫টি পরিবর্তন নিয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২৪ জুলাই সর্বশেষ টি-টোয়েন্টিতে দলে বেশ কয়েক জায়গায় পরিবর্তন এসেছে।
মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ এই সিরিজের দল থেকে বাদ পড়েছে। দলে থাকলেও ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে জায়গা পাননি শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
এই পাঁচজনের জায়গায় দলে আজকের একাদশে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।