বদলালো এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়, বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

টুর্নামেন্ট শুরু হতে বাকি আছে আর ৯ দিন। নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে দলগুলো। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আসর শুরুর আগে ম্যাচের সময় পরিবর্তন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আজ শনিবার (৩০ আগস্ট) ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৩০ মিনিট পেছানো হয়েছে এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচগুলো শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা শুরু হবে রাত সাড়ে ৮টায়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল। তবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো সেপ্টেম্বরের এই সময়টায় বেশ গরম থাকে। তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। এই অবস্থায় দলগুলোর জন্য খেলা কঠিন হয়ে যাবে। যে কারণে এমন সিদ্ধান্ত। তবে, ১৯ ম্যাচের সবগুলোর সময় বদলায়নি। ১৮টি ম্যাচ শুরু হবে ৩০ মিনিট দেরিতে, কেবল আরব আমিরাত ও ওমানের ম্যাচটি আগের সময়েই মাঠে গড়াবে।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং তৃতীয় ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।