ভারতকে হারালে বাংলাদেশ কি ফাইনালে উঠবে, কী বলছে সমীকরণ?

এশিয়া কাপে সুপার ফোরের লড়াইটা জমে উঠেছে। পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালের লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য মূল লড়াইটা এখন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে। তিনটি দলই একটি করে জয় পেয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতকে হারাতে পারলে বাংলাদেশের ফাইনাল খেলার পথে এগিয়ে থাকবে। তবে ফাইনাল নিশ্চিত বলা যাবে না, রয়েছে জটিল সমীকরণের হিসাবও।
গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে প্রথম জয় পেয়েছে পাকিস্তান, তাতেই বদলে গেছে পয়েন্ট টেবিলের চিত্র। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে ভারতের পর এগিয়ে এখন পাকিস্তান (+০.২২৬) দ্বিতীয় স্থানে, আর বাংলাদেশ (+০.১২১) নেমে গেছে তিনে।
আজ ভারতকে হারাতে পারলেও বাংলাদেশের পয়েন্ট হবে ৪। এরপরও সুপার ফোরের শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশের বিপক্ষে হেরে শেষ ম্যাচে ভারত যদি শ্রীলঙ্কাকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে আজ বাংলাদেশ জয় পাওয়ার পর, শেষ ম্যাচে পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় তাদেরও পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দুটি দল ফাইনাল খেলবে।
বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে হেরে গেলে, পাকিস্তানের বিপক্ষে তাদের পরের ম্যাচটি হতে চলেছে অলিখিত সেমিফাইনাল। সেক্ষেত্রে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই।
দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কা বিদায় অনেকটাই নিশ্চিত। এরপরও অনেক ‘যদি-কিন্তু’র হিসাব বাঁচিয়ে রেখেছে তারা। সেক্ষেত্রে বাংলাদেশকে পরের দুটি ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে। শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে লঙ্কানদের। আর তখন তিন দল একটি করে ম্যাচ জিতলে ফাইনালের হিসাব গড়াবে নেট রানরেটে।