এশিয়া কাপ
মুস্তাফিজের এক ওভারে বাংলাদেশের স্বস্তি

আম্পায়ার বেশ কয়েকবার দেখলেন। সিদ্ধান্ত নিয়েছেন সময় নিয়ে। অভিষেক শর্মাকে রান আউট করতে মুস্তাফিজুর রহমান যখন স্ট্যাম্প ভাঙেন, বল হাতে ছিল কি না, দেখছিলেন টিভি আম্পায়ার। শেষ পর্যন্ত স্ক্রিনে ভেসে ওঠে, এটি আউট। বোলারদের ওপর ঝড় বইয়ে দেওয়া অভিষেক বিদায় নেন। তাকে ফিরিয়ে স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। ৩৭ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন অভিষেক।
একই ওভারে মুস্তাফিজ ফেরান সূর্যকুমার যাদবকে। মুস্তাফিজের ফুলটসে কাট করতে গিয়ে উইকেটের পেছনে জাকের আলীর হাতে ধরা পড়েন যাদব। বাঁ দিকে ঝাপিয়ে জাকেরের নেওয়া ক্যাচের আবেদনে আম্পায়ার অবশ্য সাড়া দেননি। রিভিউ নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। মাঠের আম্পায়ার সিদ্ধান্ত বদলে আউট দেন। ১১৪ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে।
পাওয়ার প্লের হতাশা কাটিয়ে উইকেট পেল বাংলাদেশ
ভারতের ব্যাটিং লাইনআপ বিধ্বংসী, তা কারও অজানা নয়। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ম্যাচ প্রায় শেষ করে দিয়েছিল ভারত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ভারতের দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছে ৭২ রান।
তাতে ছেদ ফেলেন রিশাদ হোসেন। ১৯ বলে ২৯ রান করা গিলকে বিদায় করেন রিশাদ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন তানজিম হাসান সাকিব। ৭৭ রানে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।
এক ওভার পর বোলিংয়ে এসে আবারও সাফল্য এনে দেন রিশাদ। নবম ওভারের প্রথম বলে তিনি ফেরান শিভাম দুবেকে। ২ রান করে লং অফে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হন দুবে। ৮৩ রানে ভারত হারায় দ্বিতীয় উইকেট।
একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে নেই লিটন দাস। তার পরিবর্তে দুই ম্যাচ পরে একাদশে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। স্পিনার শেখ মেহেদির পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদও। তার পবির্তে এবারের এশিয়া কাপে প্রথমবার জায়গা পেয়েছেন অলারউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের একাদশ
জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লিটনের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া জাকের আলী অনিক।