ভারতের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ

খেলার বিপরীতে গিয়ে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসল বাংলাদেশ। আক্রমণের ধার বাড়িয়ে কিছুক্ষণের মধ্যে ম্যাচে সমতা আনলেও প্রথমার্ধের শেষদিকে আবারও ভুল করে বসে ডিফেন্ডাররা। এতে পিছিয়ে থেকেই বিরতিতে গেল বাংলাদেশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-১ গোলে পিছিয়ে বাংলাদেশ।
ম্যাচের প্রথম শট নেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সেই শট আটকে দেন ভারতের গোলরক্ষক। এর এক মিনিট পরই উল্টো গোল হজম করে বসে বাংলাদেশ।
মাঝমাঠে ফ্রি-কিক পায় ভারত। সেটা আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রু বল বাড়ায়। সেখান থেকে ক্রস আসে বক্সে। সেখান থেকে বল জালে জড়িয়ে দেয় ভারত।
ম্যাচের ১৪ মিনিটে আবারও বাংলাদেশের বক্সে ভীতি ছড়িয়েছিল ভারত। তবে গোলরক্ষক আলিফের ঘুষি সেটাকে ক্লিয়ার করে দেয়। বাকি কাজটা ঠিকঠাকভাবে করেন ডিফেন্ডাররা।
২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্ণার থেকে জাল খুঁজে নেয় বাংলাদেশ। কর্ণার থেকে দূরের পোস্টে বল পাঠায় ফয়সাল। হেডারে আরেকপোস্টে বল পাঠায় আজিম খান। সেখানে থাকা মানিক মিয়া হেডে বল জড়িয়ে দেয় জালে।
২৭ মিনিটে বক্সের মধ্যে ক্রস বাড়ায় বাংলাদেশ। ফাঁকায় থাকা মানিক বল পেলেও শট দিতে যেন একটু দেরি করে ফেলেন। পরে তার শট কর্ণারের বিনিময়ে আটকে দেয় ভারত। কর্ণার ক্লিয়ার করতে আবারও তালগোল পাকিয়ে ফেলেছিল ভারত। তবে সেখানে বাংলাদেশের কেউ না থাকায় আর গোল পাওয়া হয়নি। পরের মিনিটে বক্সের বামপ্রান্তের গোললাইনের কাছ থেকে বক্সে ক্রস বাড়ায় রিফাত কাজী। সেই বলে ফয়সালের নেওয়া শট আটকে দেয় ভারতের গোলরক্ষক।
৩২ মিনিটে মাঝমাঠ থেকে নিয়ে এগোতে থাকে মোহাম্মদ আরিফ। এরপর হঠাৎই বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা দূরপাল্লার শট নেয়। কোনোমতে কর্ণারের বিনিময়ে সেটা রক্ষা করে ভারতের গোলরক্ষক। এর এক মিনিট পরই বাংলাদেশের বক্সে ভীতি ছড়ালেও গোলরক্ষক আলিফ দারুণ হাতে সেটাকে প্রতিহত করেন।
তবে ম্যাচের ৩৭ মিনিটে আবারও ডিফেন্ডারদের ভুলে গোলহজম করে বসে বাংলাদেশ। ভারতের আক্রমণ প্রথম দফা গোলরক্ষক আলিফ আটকে দিলেও, সেটা পুরোপুরি ক্লিয়ার না হওয়ায় বল চলে যায় ভারতীয় ফুটবলারের পায়। তার সামনেই ছিল দুজন বাংলাদেশি ফুটবলার। ডিফেন্ডার ইকরামুল ইসলাম বলের লাইনে দাঁড়িয়ে থাকলেই বল আটকে যেতো। কিন্তু সেটাকে বাম প্রান্ত দিয়ে ক্লিয়ার করতে গেলে উল্টো বল চলে যায় বাংলাদেশের জালে।
৪০ মিনিটে হতাশ হতে হয় বাংলাদেশকে। ফয়সালের শট ব্লক হয় ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে। কর্নার পেলেও সেখান থেকে কোনো গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।