আইসিসি থেকে সুখবর পেলেন মারুফা

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত ইন-সুইং দিয়ে আলোচনায় এসেছিলেন ডানহাতি পেসার মারুফা আক্তার। দারুণ সব ইন-সুইং দিয়ে নাভিশ্বাস তুলেছিলেন পাকিস্তানের ব্যাটারদের। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দেখা যায় ছয় ধাপ এগিয়েছেন মারুফা।
সে ম্যাচে ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন মারুফা। পাওয়ার-প্লে দুর্দান্ত ইন-সুইংয়ে পাকিস্কানের টপঅর্ডার ভেঙ্গে দিয়েছিলেন তিনি। ধাক্কা আর সামলাতে পারেনি পাকিস্তান। পরে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন মারুফা।
এবার আইসিসি থেকে মিলল স্বীকৃতি। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে ওঠে এসেছেন মারুফা। তার রেটিং পয়েন্ট ৪১১। একধাপ এগিয়েছেন লেগস্পিনার রাবেয়া খানও। বর্তমানে ২১ নম্বরে আছেন তিনি।
বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন স্পিনার নাহিদা আক্তার। সেরা দশে জায়গা ধরে রেখেছেন তিনি। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই আছেন ৯ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে তিনিও শিকার করেছিলেন ২ উইকেট।
এর বাইরে দুই ধাপ উন্নতি হয়েছে স্পিনার ফাহিমা খাতুনের। তিনি আছেন ৪৫ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ না পাওয়া স্পিনার সুলতানা খাতুন ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫২ নম্বরে।
অন্যদিকে, ব্যাটিংয়ে দুই ধাপ করে পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন নিগার সুলতানা জ্যোতি। তিন ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন শারমিন আক্তার সুপ্তা। আগের মতোই জায়গা ধরে রেখেছেন ফারজানা হক (৩২)।