আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি সংস্করণে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ একই, তবে সংস্করণটা ভিন্ন। ৫০ ওভারের এই সংস্করণটা অবশ্য বাংলাদেশের প্রিয় সংস্করণ। যেখানে সর্বশেষ সিরিজেই মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (৮ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এবছর বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে ছয়টি, সর্বশেষ জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ ম্যাচের মধ্যে তারা হেরেছে ৪টিতে এবং জিতেছে মাত্র একটিতে। সর্বশেষ সিরিজটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের দল হেরেছে ২-১ ব্যবধানে।
আর আফগানিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে খেলেছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এইট বাদ দিলে তারা এবছর মাত্র দুটি ওয়ানডে খেলেছে।
অতীত পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে, যেখানে দুটি করে জিতেছে দুই দলই। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ এগিয়ে। মুখোমুখি লড়াইয়ে ১৯ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৮টিতে জিতেছে আফগানরা।
আবুধাবির এই মাঠের পরিসংখ্যান বলছে, এখানে শেষ ৫টি ওয়ানডে ম্যাচের ৪টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। ফলে আজ টস গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে শুরুতে ব্যাটিং করা দলের গড় রান ২৭৪। যে কারণে শুরুতে ব্যাটিং করে বড় সংগ্রহ তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা থাকবে দুই দলেরই।
আজ বাংলাদেশের নজর থাকবে ওপেনার সাইফ হাসানের দিকে, টি-টোয়েন্টিতে দারুণ খেলেছেন এই ওপেনার। আজ তার ওয়ানডে অভিষেক হতে পারে। ফর্ম ধরে রাখতে পারলে এই সংস্করণেও নিশ্চিতভাবেই অভিষেকটা রাঙাতে যাচ্ছেন তিনি। তানজিদের সঙ্গে তার নতুন ওপেনিং জুটি কেমন করে সেটি দেখার অপেক্ষায় থাকবে টিম ম্যানেজমেন্ট।
মিডল অর্ডারে অধিনায়ক মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলীদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপে গতি থাকলেও অভিজ্ঞতার অভাব চোখে পড়বে। বোলিংয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের পেস আক্রমণের সঙ্গে স্পিনে থাকবেন তানভীর ইসলাম ও মিরাজ।
অন্যদিকে আফগানিস্তানও মাঠে নামছে নতুন কিছু মুখ নিয়ে। দল থেকে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও নূর আহমেদ। অধিনায়কত্বে আছেন হাশমতউল্লাহ শাহিদি। ব্যাটিংয়ের রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ ও সেদিকুল্লাহ অটল। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইও ফর্মে আছেন। বোলিংয়ে রশিদ খান ও মোহাম্মদ নবীর সঙ্গে থাকতে পারেন নতুন মুখ বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমাদজাই।
এই সিরিজে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজটি। যেখানে আফগানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। টি-টোয়েন্টির সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডেতেও আজ ভালো শুরু চাইবে বাংলাদেশ।