আবারও উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছিল আফগানিস্তান। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই দারুণ শুরু মিলিয়ে গিয়েছিল। মেহেদী হাসান মিরাজ আর তাওহিদ হৃদয়ের ব্যাটে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু দ্রুত দুই উইকেট হারিয়ে আবারো চাপে বাংলাদেশ।
৫৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের হাল ধরেছিলেন হৃদয়-মিরাজ। দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের দশম অর্ধশতক তুলে নেন হৃদয়। চতুর্থ উইকেটে গড়েন ১০১ রানের জুটি। এরপরই ভুল বোঝাবুঝিতে কাটা পড়েন রানআউটে। ফেরার আগে ৮৫ বলে খেলে ৫৬ রানের ইনিংস।
এরপর মিরাজও বেশি সময় টিকতে পারেননি উইকেটে। হৃদয় ফেরার তিন ওভার পর তিনিও বিদায় নেন। ফেরার আগে ৮৭ বলে ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ।
শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফিরছে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৮ রানেই হারায় প্রথম উইকেট। ১০ বলে ১০ রান করে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও পারলেন না দায়িত্ব নিতে। ফিরলেন ৫ বলে মোটে ২ রান করে।
এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ভালোই এগোচ্ছিলেন আরেক ওপেনার অভিষিক্ত সাইফ হাসান। তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তুলে ফিরে যান সাইফ। ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেন তিনি।
সাইফ ফিরলে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে হৃদয়কে সাথে নিয়ে সেই চাপ সামাল দিচ্ছেন অধিনায়ক মিরাজ। ইতোমধ্যে ১০০ রান পেরিয়ে গেছে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে যেভাবে একাদশ সাজিয়েছে বাংলাদেশ
গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেসেছে তার ব্যাট। সেটার পুরস্কার হিসেবে এবার ওয়ানডেতে অভিষেক হলো তার।
আফগানদের বিপক্ষে তিন পেসার আর এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস ইউনিটে তাসকিন আহমেদের নেতৃত্বে আছেন হাসান মাহমুদ আর তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (৮ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।