ফিফা বিশ্বকাপের ড্র : জেনে নিন খুঁটিনাটি
দেশ থেকে দেশ, শহর থেকে গ্রাম ফুটবল বিশ্বকাপের আমেজ ছুঁয়ে যায় সবখানে। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠে গোটা বিশ্ব। আগামী বছর জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর।
তার আগে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জন কেনেডি সেন্টারে বসবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এখানেই নির্ধারণ হবে বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলোর ভাগ্য। কাদের বিপক্ষে, কবে কোথায় খেলবে ম্যাচ। এনটিভি অনলাইনের পাঠকদের জন্য বিশ্বকাপ ড্রয়ের খুঁটিনাটি থাকছে...
কবে, কোথায় অনুষ্ঠিত হবে ড্র
আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান।
নতুন আঙ্গিকে হবে এবারের ড্র
প্রথমবার ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২টি দল। এখনো বাকি আছে ৬টি দল।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
কীভাবে হবে ড্র
বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো এবং অপেক্ষায় থাকা দলগুলোর ফিফা র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে ৪৮টি দলকে রাখা হয়েছে ৪টি পটে। এর মধ্যে অপেক্ষায় থাকা ৬টি দলকে রাখা হয়েছে পট-৪ এ।
পট ১ : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট ২ : ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট ৩ : নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরিকোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।
পট ৪ : জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড ও প্লে-অফ থেকে আসা ৬টি দল।
চারটি পটে থাকা ৪৮টি দলকে ভাগ করা হবে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। ড্র শুরু হবে পট-১ থেকে। প্রতিটি পট-এ থাকা ১২টি করে দল যাবে ১২টি গ্রুপে। এভাবে করে চারটি পট থেকে একটি করে নিয়ে, চার দল নিয়ে হবে একটি গ্রুপ।
এর মধ্যে স্বাগতিক তিন দেশের গ্রুপ নিশ্চিত হয়ে গেছে ড্রয়ের আগেই। ‘এ’ গ্রুপে ‘এ-১’ হিসেবে মেক্সিকো, ‘বি’ গ্রুপে ‘বি-২’ হিসেবে কানাডা এবং ‘ডি’ গ্রুপে ‘ডি-১’ দল হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: একই গ্রুপে পড়বে কী ব্রাজিল-আর্জেন্টিনা?
কারা খেলা নিশ্চিত করেছে আর কারা আছে অপেক্ষায়
তিন আয়োজকসহ এখন পর্যন্ত বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ৪২টি দেশ। বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো হলো-
আয়োজক : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
এএফসি (এশিয়া) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান
সিএএফ (আফ্রিকা) : আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া
কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) : কুরাসাও, হাইতি, পানামা
কনমেবল (দক্ষিণ আমেরিকা) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওএফসি (ওশেনিয়া) : নিউজিল্যান্ড
উয়েফা (ইউরোপ) : অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড
বাকি ছয়টি দল আসবে প্লে-অফ খেলে। এর মধ্যে ৪টি দল আসবে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ খেলে। আর ২টি দল আসবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।
আরও পড়ুন: বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
ফিফা শান্তি পুরস্কার
প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ড্র অনুষ্ঠানেই ঘোষণা করা হবে প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ বিজয়ীর নাম। কে এই পুরস্কার পাচ্ছেন, তা এখনো জানা যায়নি। তবে দ্য অ্যাথলেটিক আভাস দিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন এই পুরস্কার।

স্পোর্টস ডেস্ক