বিশ্বকাপ ড্র আজ : কোথায়, কীভাবে দেখবেন?
ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আছে এখনো মাস ছয়েক সময়। এর আগেই দেশে দেশে শুরু হয়ে গেছে বিশ্বকাপ নিয়ে আলোচনা। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ শুরু হবে সেই উন্মাদনা। আজই নির্ধারণ হবে কাদের সঙ্গে কাদের লড়াই।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ড্র অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায়। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও।
প্রশ্ন হলো- বাংলাদেশ থেকে কিভাবে দেখবেন বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। ফিফা জানিয়েছে, ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।
এই প্রথমবার ৪৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের ড্রয়ের জন্য ৪৮টি দলকে রাখা হয়েছে ৪ পটে। বিশ্বকাপের তিন আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আছে পট-১ এ।
স্বাগতিক তিন দেশের সঙ্গে ‘পট-১’ এ আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও আছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
বিশ্বকাপের আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের গ্রুপও নির্ধারণ হয়ে গেছে। ‘এ’ গ্রুপে ‘এ-১’ হিসেবে মেক্সিকো, ‘বি’ গ্রুপে ‘বি-২’ হিসেবে কানাডা এবং ‘ডি’ গ্রুপে ‘ডি-১’ দল হিসেবে আছে যুক্তরাষ্ট্র।
‘পট-২’ এ রাখা হয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
‘পট-৩’ এ আছেন নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
‘পট-৪’ এ জর্দান, ক্যাপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং বাকি ছয় দল।
এরই মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি ছয় দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। ড্র অনুষ্ঠানের পরদিন বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিফা।

স্পোর্টস ডেস্ক