ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান মাতাবেন যে তারকারা
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা)।
জমকালো আয়োজনে হবে বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানে দেখা যাবে একঝাঁক তারকাদের। শুধু ফুটবল নয়, থাকবেন হকি, বেসবলসহ চলচ্চিত্র জগতের তারকারাও।
জন কেনেডি সেন্টারের ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও নিজের প্রজন্মের অন্যতম সেরা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সাহায্য করবেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।
তাদের সঙ্গে থাকবেন ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি। এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল। ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি এবং মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ।
ড্র অনুষ্ঠানে থাকবে বিনোদন আয়োজনও। একঝাঁক তারকাদের দেখা যাবে এই পর্বেও। বিনোদন পর্বের সঞ্চালনা করবেন সুপারমডেল ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হেইডি ক্লুম; জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কেভিন হার্ট এবং অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ। অনুষ্ঠানে গান শোনাবেন আন্দ্রে বোচেল্লি, রবি উইলিয়ামস ও নিকোল শেরিজিংগার।

স্পোর্টস ডেস্ক