লড়াই জমিয়েও হারল বাংলাদেশ

শক্তি-সামর্থে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করল বাংলাদেশ। হামজার চোখ জুড়ানো গোলে লিডও নিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটিতে ভাটা পড়ল। হংকংকে যেন দুটি গোল উপহারই দিল বাংলাদেশ। শেষদিকে শমিত সোম-জামাল ভূঁইয়াদের আগমনে লড়াই জমিয়ে তুলেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে আবারও গোল হজম করে হারল হাভিয়ের কাবরেরার দল।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে ‘সি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে দুই হার আর এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট এক।
ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল বাংলাদেশ। সেই চেষ্টার ফলাফল আসে ১৩ মিনিটেই। বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। বক্সের বাইরে সেটপিস পেয়েছিল বাংলাদেশ। সেই সেটপিস থেকে দৃষ্টিনন্দন গোল করলেন হামজা চৌধুরী। বক্সের বামপ্রান্ত থেকে বাঁকানো শটে কাপিয়ে দেন হংকংয়ের জাল। গোলরক্ষক বলের লাইনে গেলেও সেটি আটকাতে পুরোপুরি পরাস্ত হন।
লাল-সবুজের জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় গোল করলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা। সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও এক গোল। এতে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
সবাই যখন ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার আশায়, তখনই ভুল করে বসে বাংলাদেশ। যোগ করা সময়ের শেষ মিনিটে কর্ণার থেকে গোল করেন এভারটন কামার্গো। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই আবারও গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটে হংকংকে যেন গোল উপহার দেয় লাল-সবুজের জার্সিধারীরা। বক্সের মধ্যে ফাঁকা জায়গায় ব্যাক পাস দেয় বাংলাদেশ। পাশে ফাঁকায় রাফায়েল মার্কিস সেটা নিয়ন্ত্রণে নিয়ে বল জড়িয়ে দেয় জালে।
৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন মার্কিস। বক্সের বামপ্রান্ত থেকে সাউদ্দিনের দুই পায়ের মাঝ দিয়ে বক্সের মধ্যে বল পাঠান কামার্গো। সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলে সেই বল জালে পাঠিয়ে দেন মার্কিস।
ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান কমান শেখ মোরসালিন। ফাহমিদুলের ক্রস ঠিকঠাক গ্লাভসবন্দি করতে পারেননি হংকংয়ের গোলরক্ষক হুংগ ফাই। সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়িয়ে দেন মোরসালিন।
যোগ করা সময়ের শেষ মিনিটে মোরসালিনের কর্ণার থেকে দুর্দান্ত হেডে গোল করে আবারও গ্যালারি জাগিয়ে তোলেন শমিত সোম। ৩-৩ গোলে সমতায় ফেরে ম্যাচ। কিন্তু শেষ বাঁশি বাজার আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশকে দুঃখের সাগরে ভাসান মার্কিস। বক্সের মধ্যে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশের ডিফেন্ডাররা। বল পেয়ে জালে জড়িয়ে দেন হংকংয়ের এই ফরোয়ার্ড।
এতে সমতার আশা দেখানো বাংলাদেশ মাঠ ছাড়ে হারের হতাশা নিয়ে।