নারী বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরেছে তারা। ছন্দে থাকা বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নিগারদের লক্ষ্য জয় নিয়ে ফেরা।
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার (১০ অক্টোবর) গুয়হাটির বারসাপাড়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
সর্বশেষ ম্যাচে গুয়াহাটির স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের মেয়েদের দাপটে প্রায় আটকেই গিয়েছিল গত আসরের রানার্সআপ ইংল্যান্ড। তবে ফাহিমা খাতুনের বলে হিদার নাইটের আউট নিয়ে ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি সেদিন। তবে ভালো খেলায় বাংলাদেশের মেয়েরা বেশ আত্মবিশ্বাসী আজকের ম্যাচ নিয়ে।
ফাহিমা খাতুন ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। স্কিভার-ব্রান্ট, ল্যাম্ব ও ডানকলিকে আউট করেনি এই লেগস্পিনার।
গুয়াহাটিতে স্পিনারদের দাপট দেখা গেছে টুর্নামেন্টের শুরু থেকেই। এবারের আসরে এই মাঠে এখন পর্যন্ত ৪৪ উইকেটের মধ্যে ৩৩টিই পেয়েছে স্পিনাররা। ৭৫ শতাংশ উইকেটই পেয়েছেন স্পিানাররা। আজও বাংলাদেশের স্পিারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে নিউজিল্যান্ডকে।
এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। অধিনায়ক সোফি ডিভাইনের দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা। এখন পর্যন্ত টুর্নামেন্টে জয়হীন দুই দলের একটি নিউজিল্যান্ড।
বিশ্বকাপের আগের ছয় মাসে একটিও ওয়ানডে খেলেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও তারা হেরেছে ভারত ও ভারত এ দলের বিপক্ষে। এই টুর্নামেন্টে দলের মোট রানের ৪২ শতাংশই করেছেন সোফি ডিভাইন। বাকি ব্যাটাররা ছন্দ খুঁজে পাচ্ছেন না সেভাবে, আর বোলিং আক্রমণও তেমন ভালো হচ্ছে না তাদের। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়েও তো তারা ব্যর্থ, মাঠে সাতটি মিসফিল্ড হয়েছে তাদের।
অন্যদিকে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে চমকে দিয়েছে। ইংল্যান্ডকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। এই ম্যাচেও জয় পাওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রয়েছে তাদের। বাংলাদেশ ব্যাটিংয়ে এখনো খুব ভালো না হলেও মূলত বোলাররাই ম্যাচের ব্যবধান গড়ে দিচ্ছেন।
বাংলাদেশের পেসার মারুফা আক্তার নতুন বলে নিয়মিত উইকেট পাচ্ছেন। স্পিনাররা মাঝের ওভারে রান আটকানোর পাশাপাশি উইকেট তুলে নিয়ে দারুণ ভূমিকা রাখছেন। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ব্রুক হালিডে ছাড়া আর কোনো বাঁহাতি ব্যাটার না থাকায়, নাহিদা আক্তারের বাঁহাতি স্পিন এবং ফাহিমা খাতুন ও রাবেয়া খানের লেগস্পিন নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারে এই ম্যাচে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২২ সালে দুটো ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা। তবে গুয়াহাটির স্পিন-বান্ধব কন্ডিশনে এবারে বাড়তি সুবিধা পেতে পারে নাহিদা-ফাহিমারা। বাংলাদেশের জন্য এটি হবে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ, যে কারণে কিছুটা হলেও কন্ডিশনটা পরিচিত তাদের জন্য।
এদিকে নিজেদের শেষ ৫ ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের জয়-পরাজয় সমান। তারা পেয়েছে দুটি ম্যাচে জিতেজে আর হেরেছে তিনটি ম্যাচে।
বাংলাদশের একাদশ অপরিবর্তিতই থাকতে পারে আজ। মারুফা ইংল্যান্ডের ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করে ক্র্যাম্পের কারণে মাঠ থেকে উঠে যান। তবে বাংলাদেশের স্বস্তির খবর হচ্ছে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাহিদা জানিয়েছেন, মারুফা এই ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট।