গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উপভোগ করলেন মেসি

বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও তাদেরই মুখোমুখি হয়েছে লিওনেল স্কালোনির দল। পার্থক্য শুধু এদিন মাঠে না থেকে গ্যালারিতে বসে এদিন সতীর্থদের খেলা দেখেছেন মেসি। তবে এতে আর্জেন্টিনার জয় পাওয়াটা আটকে থাকেনি। ম্যাচজুড়ে একক আধিপত্য ধরে রখে জয় তুলে নিয়েছে তারা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ শনিবার (১১ অক্টোবর) সকালে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেখানে লো সেলসোর গোলে ১-০ গোলে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে বল দখল কিংবা আক্রমণের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ করেও ভেনেজুয়েলার জালে মাত্র একবারই বল জড়াতে পেরেছে তারা। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৯ টি শট নিয়ে ১১ টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ভেনেজুয়েলা পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে আর্জেন্টিনা। তবে গোলের দেখো পেতে অপেক্ষা করতে হয়েছে ৩১ মিনিট পর্যন্ত। কাউন্টার অ্যাটাকে হুলিয়ান আলভারেজের থেকে বল পেয়ে লাউতারো মার্টিনেজ তা বক্সে বাড়িয়ে দেন লো সেলসোর কাছে। এরপর বাঁ পায়ের জোরালো শটে ভেনেজুয়েলা গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও ভেনেজুয়েলার গোলরক্ষককে আর পরাস্ত করতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল। ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কন্ত্রেরাস দুর্দান্ত সব সেভ দিয়েছেন। তিনি পুরো ম্যাচে ১০টি শট ঠেকিয়েছেন, যার ৬টিই ছিল দ্বিতীয়ার্ধে।
পরবর্তী ম্যাচে আগামী ১৪ সেপ্টেম্বর পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।