বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানালেন মেসি
লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই পার করেছেন বার্সেলোনাতে। ক্লাবের যুব একাডেমি লা মাসিয়াতে বেড়ে উঠে নিজের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কাতালান ক্লাবটিতেই। শেষদিকে প্রিয় ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন তিক্তভাবে। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের মন পড়ে আছে বার্সেলোনায়। আবারও সেখানে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি।
এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তিনি ও তার পরিবার এখনো বার্সেলোনাকে গভীরভাবে মিস করেন এবং ভবিষ্যতে সেখানে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
২০২১ সালের গ্রীষ্মে আর্থিক জটিলতার কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। পরে তিনি যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। সেই বিদায়টা ছিল হঠাৎ ও আবেগঘন, ক্লাব ছেড়েছিলেন অশ্রুসিক্ত নয়নে।
হঠাৎ গত সোমবার (১০ নভেম্বর) অনেকটা চুপিসারে বার্সেলোনায় ফিরে যান মেসি। এরপর নতুন করে সাজিয়ে তোলা ক্যাম্প ন্যু’র ভেতরে তোলা কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। এরপর মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বার্সেলোনাকে ভীষণ মিস করি। বাচ্চারা, স্ত্রী—সবাই মিলে প্রায়ই বার্সেলোনার কথা বলি। আমাদের বাড়িটাও সেখানে, সব কিছুই আছে—তাই সেখানেই ফিরে যেতে চাই।’
আরও পড়ুন: মায়ামি শহরের চাবি উপহার পেলেন মেসি
মেসি আরও যোগ করেন, ‘নতুন স্টেডিয়ামটি সম্পূর্ণ হলে সেখানে ফিরে যাওয়ার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। কারণ, প্যারিসে চলে যাওয়ার পর আর কখনো ক্যাম্প ন্যুতে যাওয়া হয়নি। এরপর বার্সা মন্টজুইকে চলে গেল। অনেক দিন হয়ে গেছে, তাই আবার ফিরে গিয়ে সবকিছু দেখা নিঃসন্দেহে আবেগপূর্ণ হবে।’
বিদায়ের সময়ের পরিস্থিতি নিয়ে আক্ষেপও প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘যেভাবে ক্লাব ছেড়েছিলাম, সেটা ছিল এক অদ্ভুত অনুভূতি। কারণ, সব কিছু যেমন ঘটেছিল, তাতে আমি স্বপ্নের মতো বিদায় নিতে পারিনি। করোনা মহামারির সময় শেষ মৌসুমগুলোয় দর্শকবিহীন মাঠে খেলেছিলাম। সারা জীবন সেখানে কাটানোর পর এমনভাবে চলে আসাটা সহজ ছিল না।’
আরও পড়ুন : নতুন রেকর্ডে নাম লেখালেন মেসি
মেসির পরিকল্পনা ছিল ইউরোপে ক্যারিয়ার শেষ করে পরে যুক্তরাষ্ট্রে যাওয়া। এখন সেই পরিকল্পনা বাস্তব হলেও, বার্সেলোনা থেকে বিদায়ের মুহূর্ত আজও তার মনে গভীর দাগ রেখে গেছে। মেসি বলেন, ‘আমি ভেবেছিলাম ইউরোপে আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করব, তারপর যুক্তরাষ্ট্রে (মিয়ামি) যাব—যেভাবে এখন আছি। সেটাই ছিল আমার পরিকল্পনা, আমার ইচ্ছা। তাই সেই বিদায়টা কিছুটা অস্বাভাবিক লেগেছিল, পরিস্থিতির কারণে।’
বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয় ২০০৪ সালে। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন ৭৭৮ ম্যাচ, গোল করেছেন ৬৭২টি। বার্সেলোনার জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগাসহ জিতেছেন ৩৫টি ট্রফি।

স্পোর্টস ডেস্ক