এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে খুলনা ও রংপুর

পর্দা নামতে চলেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের। বৃষ্টির বাধা, সূচিতে পরিবর্তন, ভেন্যু পরিবর্তনের পর মাঠে গড়িয়েছে এবারের দ্বিতীয় আসর। দেখতে দেখতে চলে এসেছে ফাইনাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল( ১২ অক্টোবর) রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগ।
এনসিএলের দ্বিতীয় আসরে পরপর দুটি কোয়ালিফায়ারে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে চট্টগ্রাম বিভাগ। প্রথম কোয়ালিফায়ারে বৃষ্টির বাধা পেরিয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খুলনা। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর।
সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে এনসিএল টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে চট্টগ্রাম। সাদিকুর রহমান ৪৮ বলে ৫৮ এবং ইয়াসির আলি ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। রংপুরের বোলারদের মধ্যে এনামুল ও আলাউদ্দিন বাবু একটি করে উইকেট নেন।
১৬৮ রান তাড়া করতে নেমে ওপেনিংয়েই ৭৬ রানের জুটি গড়েন রংপুরের দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। জাভেদ ৩৫ রানে আউট হলেও নাসির হোসেন হাফসেঞ্চুরি পূর্ণ করেন। একটি চার ও তিনটি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেছেন তিনি।
অধিনায়ক আকবর আলি একটি চার ও তিনটি ছক্কায় ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে ফাইনালে জায়গা করে নেয় রংপুর। চট্টগ্রামের বোলার হাসান মুরাদ এবং মুমিনুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাসির হোসেন।
এর আগে প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। তবে বৃষ্টির কারণে ডার্ক-ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে লক্ষ্য পুনর্নির্ধারণ করা হয় ৯ ওভারে ৭৮ রান। রান তাড়ায় নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে খুলনা, মাত্র ৫.১ ওভারে ৩০ রানে ৬ উইকেট হারায়। কিন্তু এরপর নাহিদ ও অভিষেকের অসাধারণ ইনিংসে ম্যাচ ঘুরে দাঁড়ায় খুলনা। নাহিদ ৯ বলে ২১* এবং অভিষেক ১১ বলে অপরাজিত ২৭ রান করে দলকে জয়ে পৌঁছে দেন।