এনসিএল ফাইনালে টসে জিতে বোলিংয়ে রংপুর

দেশের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ এনসিএল টি-টোয়েন্টি। ভিন্ন আঙ্গিকে, ভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। তবে এবারের আসরের ফাইনালেও খুব একটা পরিবর্তন আসেনি। এবারও ফাইনালের মঞ্চে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। তাদের সঙ্গে খুলনা বিভাগ। শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করবে রংপুর বিভাগ।
আজ রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী।
আট দলের এই টুর্নামেন্টের পর্দা নামতে চলেছে আজ। বৃষ্টির বাধা, সূচিতে পরিবর্তন, ভেন্যু পরিবর্তনের পর মাঠে গড়িয়েছে এবারের আসর। দেখতে দেখতে চলে এসেছে ফাইনাল। এবার অপেক্ষা শিরোপা উঁচিয়ে ধরে কোন বিভাগ সেটি দেখার।
রংপুরের একাদশ :
আকবর আলী (অধিনায়ক), অনিক সরকার, নাসির হোসেন, নাঈম ইসলাম, জাহিদ জাভেদ, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আবু হাসিম, নাসুম আহমেদ, এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবু।
খুলনার একাদশ :
মোহাম্মদ মিথুন (অধিনায়ক), এনামুল হক বিজয়, সম্যৈ সরকার, আফিফ হোসেন, জিয়াউর রহমান, ইমরানুজ্জামান, পারভেজ হোসেন জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, টিপু সুলতান, নাহিদুল ইসলাম।