শমিতকে নিয়ে সুখবর দিলেন কাবরেরা

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে অপ্রত্যাশিত হার দেখেছে বাংলাদেশ। সেজন্য অবশ্য সমালোচনার সব তীর গেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দিকেই। ম্যাচের শুরু থেকেই চমক দেন তিনি। শমিত সোম-ফাহমিদুল ইসলাম-জামাল ভূঁইয়াদের বাদ দিয়েই শুরুর একাদশ সাজান তিনি। ম্যাচ হারের পেছনে এটাকেই বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই।
দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন হংকংয়ে। আজ রোববার (১২ অক্টোবর) দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে হামজা-জামালরা। সেই অনুশীলনের ফাঁকে দলের প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন কাবরেরা। বাফুফের পাঠানো সেই বার্তায় ব্যাখ্যা দিয়েছেন শমিতকে না খেলানোর। এখানেও অবশ্য সেই পুরোনো ক্যাসেটই বাজালেন তিনি। টেনে আনলেন ভ্রমণ ক্লান্তির কথা।
কাবরেরা বলেন, ‘আগের ম্যাচে… আসলে ম্যাচ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে শমিত দলের সঙ্গে যোগ দিয়েছিল, তবে সে ভালো অনুভব করছিল, প্রায় ৪০-৪৫ মিনিট খেলেছে। আশা করি, ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। এখন ভালো করছে, আগের তুলনায় সে অনেক বেশি ভালো করছে (প্রস্তুতিতে)।’
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী জ্বলজ্বলে এক তারকা। হামজা যেন ফুটবল মাঠের অলরাউন্ডার। ডিফেন্সে নেমে গোল আটকানো, মধ্যমাঠ থেকে বাংলাদেশের আক্রমণের সূর বেঁধে দেওয়া থেকে শুরু করে নিজে গোল করা—সবই করছেন হামজা। দলকেও বেঁধে রাখছেন এক সূতোয়। হামজা হলেন অলিখিত নেতা।
বাংলাদেশের পোস্টার বয় হামজাকে নিয়ে কাবরেরা মুখেও শোনা গেল একই কথা। তিনি বলেন, ‘সবসময় আমি বলেছি, হামজা ইতোমধ্যেই আমাদের অধিনায়কদের একজন। সে মাঠের ভেতরে-বাইরের নেতা। শুরু থেকেই সে সতীর্থদের দিকনির্দেশনা দিচ্ছে এবং এগুলো আপনারা তাকে মাঠেও করতে দেখেছেন। হামজার মতো একজন নেতা পাওয়ায় আমরা সৌভাগ্যবান।’
এশিয়ান কাপ বাছাইয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এখন বাংলাদেশ। বাছাইয়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে তাই এ ম্যাচ তো বটেই বাকি তিন ম্যাচেই জয়ের গল্প লিখতে হবে বাংলাদেশকে। কাবরেরার কন্ঠেও শোনা গেল সেই তারণা।
কাবরেরা বলেন, ‘ম্যাচ বিশ্লেষণ করছি। সত্যি বলতে, প্রথম লেগের ম্যাচে কিছু বিষয়ে নিখুঁতভাবে ও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পেরেছিল ছেলেরা। কিছু ভুলে ম্যাচটা ফসকে গেছে। তবে রক্ষণ ও আক্রমণভাগে পরিকল্পনাগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছিলাম আমরা। নিশ্চিতভাবে, মঙ্গলবারের ফিরতি লেগের জন্য আবারও প্রস্তুত হতে এবং জয়ের জন্য লড়তে আমাদের ছোটখাটো কিছু বিষয় গুছিয়ে নিতে হবে।’