রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হার

হাতে তিন উইকেট রেখে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট রান। নাহিদা আক্তার তার স্পিনে জাদু দেখাতে পারেননি। তিন বলের ব্যবধানে চার ও ছক্কা হজম করেন। গোটা ম্যাচে সুবিধাজনক অবস্থানে থেকেও ম্যাচে হারে বাংলাদেশ। ভারতের বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে সোমবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে তিন উইকেটে।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। জবাবে ৪৯.৩ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে দক্ষিণ আফ্রিকা।
রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন নাহিদা। দ্বিতীয় ওভারে ফেরান প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটসকে। শূন্য রানে নাহিদার হাতে ফিরতি ক্যাচ দেন তাজমিন। রান আউট হওয়ার আগে আরেক ওপেনার ও অধিনায়ক লরা ওলভার্ট করেন ৫৬ বলে ৩১ রান।
৭৮ রানে যখন প্রোটিয়াদের পঞ্চম উইকেটের পতন ঘটে, ম্যাচ তখন চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন কোল ট্রায়ন ও মারিজানে কাপ। ৭১ বলে ৫৬ রান করা কাপকে ফিরিয়ে আবার বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন নাহিদা।
একপ্রান্ত আগলে রেখে প্রোটিয়াদের জয়ের রাস্তা তৈরি করেন ট্রায়ন। ৬৯ বলে ৬২ রান করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া ট্রায়ন রান আউট রিতু মনির সরাসরি থ্রোতে। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রোটিয়ারা। আর স্নায়ুর চাপে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেন স্বর্ণা আক্তার।
বাকি কাজ সারেন নাদিনে ডি ক্লার্ক ও মাসাবাতা ক্লাস। ২৯ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন নাদিনে। মাসাবাতা করেন ১৩ বলে ১০। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন।
বাংলাদেশের পক্ষে নাহিদা নেন দুই উইকেট। একটি করে উইকেট পান রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি।
এর আগে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেন দুই বাংলাদেশি ব্যাটার ফারজানা হক ও রাবেয়া হায়দার ঝিলিক। উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। কোল ট্রায়নের শিকার হয়ে ফেরার আগে ঝিলিক করেন ৫২ বলে ২৫ রান। ননকুলুলেকো ম্লাবার বলে লেগবিফোর হওয়ার আগে ফারজানা করেন ৭৬ বলে ৩০ রান।
অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা তুলে নেন অর্ধশতক। রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়ার আগে ৬টি চারে ৭৭ বলে ৫০ করেন সুপ্তা। রানে ফিরেছেন অধিনায়ক জ্যোতিও। ৪২ বলে ৫টি চারে ৩২ রান করেন তিনি। সুপ্তা ও জ্যোতি মিলে তৃতীয় উইকেটে ৯১ বলে ৭৭ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন।
বাংলাদেশি ব্যাটাররা উইকেট ধরে রাখলেও রান তুলছিল ধীরগতিতে। ৮ বলে ৯ রান করে রানআউট হন সোবহানা মুস্তারি। তাতে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় দলকে চাঙা করেন স্বর্ণা আক্তার। মিডল অর্ডারে নামা এই অলরাউন্ডার চার-ছক্কায় ছড়ি ঘোরান প্রোটিয়া বোলারদের ওপর। সমান তিনটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তাকে যোগ্য সঙ্গ দেন রিতু মনি। ৮ বলের ক্যামিওতে তিনটি চারে অপরাজিত ১৯ রান আসে রিতুর ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্লাবা দুটি এবং ট্রায়ন ও নাদিনে ক্লার্ক নেন একটি করে উইকেট।