গোল উৎসবে মাতলো আর্জেন্টিনা, রেকর্ড গড়লেন মেসি

ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলতে নেমেছে তাদের থেকে র্যাঙ্কিংয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর বিপক্ষে। ফলাফলটা তাই অনুমেয় ছিল। বাস্তবেও তাদের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতেছে লিওনেল স্কালোনির দল। সর্বশেষ প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার দলের সেরা তারকা লিওনেল মেসি ছিলেন না। এই ম্যচে ফিরেই আবার নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন।
ফিফা র্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ১৫৫তম পুয়ের্তো রিকোর বিপক্ষে। মেসির ঘরের মাঠ মায়ামির চেজ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে একতরফা দাপটে ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচে দুটি গোল করিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে (৫৯) পেছনে ফেলে নতুন একটি রেকর্ডে নাম লেখান মেসি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬০টি গোল বানানোর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন নেইমারকে।
ম্যাচের ২২ মিনিটে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে প্রথম গোল করিয়ে নেইমারকে ছুঁয়ে ফেলেন মেসি। আর নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে লাওতারো মার্তিনেজকে দিয়ে গোল করিয়ে নতুন রেকর্ডের মালিক হন এই ফুটবল মহাতারকা।
ম্যাচটিতে একতরফভাবে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ৬৯ শতাংশ বল দখলে রেখে ২৫টি শট নিয়ে ১১টি ছিল লক্ষ্যে রাখে তারা। পুয়ের্তো রিকোর গোলরক্ষক সেবাস্তিয়ান কাটল ছয়টি দারুণ সেভ না করলে ব্যবধান আরও বড় হতে পারত।
তবে এই প্রীতি ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তাই কোচ লিওনেল স্কালোনি তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি দলের সেরা তারকাদের দিয়ে খেলার ধারাও বজায় রেখেছেন। এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে চার খেলোয়াড়ের—ফ্লাকো লোপেজ, অ্যানেবাল মোরেনো, লাওতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো ক্যাম্বেসেস।
গোল উৎসবের ম্যাচে এদিন ১৪ মিনিটেই অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির শট গোলরক্ষকের বাধায় ফিরে এলে হেড দিয়ে সেটি জালে জড়ান এই লিভারপুল মিডফিল্ডার। ২৩ মিনিটে মেসির পসে থেকে ভলি শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো মন্টিয়েল। ৩৬ মিনিটে ম্যাক অ্যালিস্টার নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধেই ব্যবধান করেন ৩-০।
এরপর বিরতি থেকে ফিরে আরো তিনবার জালে বল জড়িয়েছে আর্জেন্টিনা। ৬৪ মিনিটে নিকো গঞ্জালেসের শট এচেভেরিয়ার পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এরপর বদলি নামা লাওতারো মার্টিনেজ ৭৯ ও ৮৪ মিনিটে আরও দুবার পুয়ের্তো রিকোর জালে বল জড়ান। এতেই ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।