পারলেন না পেসার মারুফা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ক্রীড়াঙ্গনের বেশ কিছু পরিচিত মুখ। যেখানে নাম ছিল নারী দলের পেসার মারুফা আক্তারও। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
বিশ্বকাপ খেলতে বর্তমানে নারী দলের সঙ্গে ভারত আছেন মারুফা। সেখানে মাঠের খেলায় ইনসুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের পরাস্ত করছেন নিয়মিতই। জয় এনে দিচ্ছেন দলকে। তবে, পরীক্ষায় ইনসুইং দেখাতে পারলেন না মারুফা। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন তিনি।
জানা গেছে, মারুফা ভূগোল বিষয়ে অকৃতকার্য হয়েছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, মারুফাকে ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।
এবার বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৫৯ জন। এর মধ্যে ১৪৭ জন পাস করেছেন। ২০২৫ সালে বিকেএসপিতে পাসের হার ৯২.৪৫।
মারুফা ছাড়াও পরিচিতদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করেছেন।
বিকেএসপি থেকে এবার ছয়জন জিপিএ ফাইভ পেয়েছেন।