বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটুকু?

এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটে ধুঁকছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তান সফরে ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে টাইগাররা। সেই হতাশা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ মেহেদী হাসান মিরাজদের সামনে। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, মঞ্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে প্রশ্ন উঠেছে—প্রথম ম্যাচে কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?
আজ শনিবার (১৮ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে দুপুর দেড়টায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘আকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী খেলা শুরুর সময় ঢাকার তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা হালকা কমতে থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখাচ্ছে না তারা।
এই সিরিজ বাংলাদেশের জন্য শুধু ব্যর্থতা কাটিয়ে ওঠার সুযোগ নয় বরং আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছিলেন। শেষ দুই ম্যাচেই নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি দল। এমনকি শেষ ম্যাচে মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছিলেন। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত ৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ২১ ম্যাচে, আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ২৪টিতে। দুটি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী মিরপুরে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। সর্বশেষ পাঁচ বছরে মিরপুরে খেলা ছয়টি ওয়ানডে ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আজও তাই জয় দিয়ে আবারও আত্মবিশ্বাস ফেরাতে চাইবেন মিরাজ-শান্তরা।