টেস্টের মেজাজে ওয়ানডে খেলছে বাংলাদেশ

মিরপুরে কালো উইকেটে ব্যাটিংয়ে নেমে শুরতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে আবারো যেনো ব্যাটিং বিপর্যয়ের আভাসটাই দিচ্ছিল। একইসাথে উইকেটের টার্নও খেলাকে কঠিন করে তুলেছে। তবে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় শুরুর ধাক্কাটা সামলে নিয়েছিলেন ঠিকভাবেই। এরপর ২৩তম ওভারে ফিরেছেন শান্ত।
৬৩ বলে ৩ চারে ৩২ রান করে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে ফিরেছেন শান্ত। ২৩তম ওভারে পেরির বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নেন শাই হোপ। এতেই শান্তকে সাজঘরে ফিরতে হয়েছে।
২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৫ রান। শান্ত ফিরলেও হৃদয় ৬০ বলে ৩৮ রান করে অপরাজিত আছেন। দুজন মিলে তৃতীয় উইকেটে ১২০ বলে ৭১ রানের জুটি গড়েন। ব্যাটিংয়ে নেমেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
পাওয়ার প্লে শেষে কোন উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষেও রানের গতিতে আর ফিরতে পারেনি টাইগাররা। পরের ১০ ওভারেও এসেছে ৩৩ রান। মিরপুরের পিচে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের সামলাতে যেন হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচে টেস্টের গতিতেই এগিয়ে যাচ্ছে খেলা।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ৬ বলে ৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। এক বল পরেই তৃতীয় ওভারের প্রথম বলে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। জেইডেন সেলসের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬ বল খেলে ৪ রান করেছেন সৌম্য সরকার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে স্বাগতিকরা। এই ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের সম্মিলনেই মাঠে নেমেছে বাংলাদেশ।
ম্যাচে দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কনের। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো আছেনই। রাখা হয়নি জাকের আলী অনিক ও তানজিদ তামিমকে। রানে ফেরার চেষ্টায় আছেন নাজমুল হোসেন শান্ত।