মন্থর ব্যাটিংয়ে বাংলাদেশের ২০০ করা নিয়ে শঙ্কা

মিরপুরের উইকেট নিয়ে আগে থেকেই সমালোচনার কোনো কমতি নেই। সেটাতে নতুন মাত্রা দিয়েছিল এবারের কালো উইকেট। সেই উইকেটে বাংলাদেশও ব্যাটিং আলো জ্বালাতে পারছে না। অবস্থা এমন যে, আবারও দুইশ রান করা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের কালো কুঁচকুঁচে উইকেটে ওয়ানডেতে টেস্ট মেজাজে ব্যাট করছিলেন তাওহিদ হৃদয়। তাকে সঙ্গ দিচ্ছিলেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে এই দুজনের জুটি থেকে এসেছিল ৭৫ বলে ৩৬ রান। ততক্ষণে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। ৯১ বলে ৫১ রান করে আর বেশি দূর যেতে পারেননি তিনি।
এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এসে অঙ্কনের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করছিলেন। তবে ব্যাটিংয়ের ধরনে কোনো পরিবর্তন নেই। সবার স্ট্রাইকরেটই ৫০ থেকে ৬০ এর মধ্যে। ২৭ বলে ১৭ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফিরেছেন মিরাজও। এতে ৪৪ ওভারে ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ২০০ ছোঁয়া নিয়েই শঙ্কা তৈরি করেছে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম তিন ওভারেই বিদায় নেন দুই ওপেনার সৌম্য সরকার আর সাইফ হাসান। এরপর তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত আর হৃদয়। ৬৩ বলে ৩২ রান করে শান্ত ফিরলে ভাঙ্গে সেই জুটি।
উইন্ডিজদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানদের বিপক্ষে হারের দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর তাদের সামনে লক্ষ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ব্যর্থতার চাদর থেকে বেড়িয়ে আসা। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।