সুখবর পেলেন সাইফ-নাহিদ

প্রথমে এশিয়া কাপ এরপর আফগানিস্তান সিরিজ—বোলারদের শাসন করে হেসেছে সাইফ হাসানের ব্যাট। তার আগে ঝলক দেখিয়েছিলেন ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে। লম্বা সময় পরে জাতীয় দলে ফিরে নিজেকের নতুনভাবে খুঁজে পেয়েছেন সাইফ। সেটির পুরস্কার পেলেন এবার।
আজ শনিবার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে ‘আবুধাবি টি-টেন’ লিগের প্লেয়ার্স ড্রাফট সেখানে দল পেয়েছেন সাইফ হাসান। টি-টেন লিগের আগামী আসরে অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে খেলবেন টাইগার এই টপঅর্ডার ব্যাটার। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর কিছুক্ষণ পরই দল পেয়েছেন আরও এক টাইগার ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে না থাকলেও গতির সেই আলোচনা দিয়েই দল পেয়েছেন নাহিদ রানা। তাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স। নাহিদও দল পেয়েছেন ড্রাফট থেকেই।
টি-টেন লিগের নবম আসরে এসে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে। টুর্নামেন্টটিতে নতুন করে যোগ হয়েছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। সাইফের অ্যাসপিন স্ট্যালিয়ন্স আর নাহিদ রানার ভিস্তা রাইডার্সের বাইরে বাকি তিনটি দল হলো- রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি। গত মৌসুমে খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা।
অবশ্য শুধু এই দুই টাইগার ক্রিকেটারই নয়, টি-টেন লিগে আছে আরও এক বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটের আগেই আবুধাবির এই ফ্র্যাঞ্চাইজি লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন সাকিব আল হাসান। টি-টেন লিগের আগামী আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগ।