ম্যাচ জিতে ব্যাটারদের যে বার্তা দিলেন মিরাজ

টানা চার ম্যাচ পরে ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে সেই একটা জয় বাদ দিলে দাঁড়ায় ৮ ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে অমন সিরিজ হারের পরে আবারও ঘুড়ে দাঁড়াল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
আজ শনিবার (১৮ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভালো শুরুর পর রিশাদ হোসেনের স্পিনর্ঘূণির কবলে পড়ে ক্যারিবিয়ান বোলররা। গুটিয়ে যায় ১৩৩ রানে।
ম্যাচ জয়ের পরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শোনালেন আত্মবিশ্বাসী বক্তব্য। তিনি বলেন, ‘অবশ্যই, এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা শেষ পাঁচটি ম্যাচ খেলেছি, কিন্তু কোনোটি জিততে পারিনি। তারপরও আমরা বিশ্বাস রেখেছিলাম যে, আমরা আবারও শক্তভাবে ফিরতে পারব।’
আফগানিস্তানের বিপক্ষে বোলাররা বেশ ভালো করেছিল। কিন্তু ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। যেভাবে ব্যাটিং করছিল, বাংলাদেশের ব্যাটিং আসলে অতটা খারাপও না। ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তাই প্রশ্ন উঠছিল হঠাৎ এমন ছন্দপতন কেনো?
সেই প্রশ্নের উত্তর জানালেন মিরাজ। ব্যাটিং সমস্যা নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় ছেলেরা খুব ভালো খেলেছে (আজ)। আপনি জানেন, আমরা গত চার-পাঁচটি সিরিজে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, কিন্তু খুব বেশি ওয়ানডে খেলিনি। তবে এখন যেহেতু আমরা ওয়ানডে খেলছি, এটা আমাদের মানিয়ে নিতে সাহায্য করছে।’
আজও দুই ওপেনার ব্যর্থ হয়ছেন। তবে মিডল অর্ডার আজ দায়িত্ব নিয়েছে। শেষদিকে রিশাদ হোসেন ছোট্ট ১৩ বলে ২৬ রানের একটি ক্যামিও খেলেছেন। তাদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘হ্যাঁ, ওপরে যে ব্যাটসম্যানরা ব্যাট করেছে, শান্ত ও হৃদয়—তারা যেভাবে ব্যাট করেছে সেটা ছিল দারুণ। মাঝে অভিষেক হওয়া মাহিদুল অনেক ভালো করেছে, পরিস্থিতি বুঝে খেলেছে। শেষ দিকে রিশাদের ইনিংসটাও ছিল দারুণ।’
আজ ম্যাচ জিতলেও মিরাজ ব্যাটারদের মনে করিয়ে দিয়েছেন তাদের কাজ কি। ব্যাটারদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি ক্রিকেটাররা বুঝতে পারবে আমাদের কী করা দরকার। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ব্যাটসম্যানদের ইতিবাচকভাবে খেলতে হবে এবং রান তোলার দিকে মনোযোগ দিতে হবে। কারণ যদি আমরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তবে নিশ্চিতভাবেই আমরা ম্যাচ জিততে পারব।’