পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। বিসিবির পরিচালক হওয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়ক সরে দাঁড়ালেন কোয়াব থেকে। ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নির্বাহী সদস্যের পদ থেকে পদত্যাগ করেন পাইলট।
আজ রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব এই তথ্য নিশ্চিত করেছে। পাইলটের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।
কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে খালেদ মাসুদ পাইলট জানান, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করাটা তার জন্য সম্মানের ও গর্বের। বিগত সময়ে তিনি ভালো কিছু মানুষের সঙ্গে কাজ করার এবং দেশের ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার সুযোগ পেয়েছেন, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।
পদত্যাগ প্রসঙ্গে পাইলট বলেন, ‘আমি বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে আমার পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।’
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে জয়লাভ করেন দেশের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটার। বিসিবি ও কোয়াবের মাঝে যেন কোনো আদর্শিক দ্বন্দ্ব না হয়, সেজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পাইলট।