টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছে বাংলাদেশ। হারের ধারাবাহিকতা বেরিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে লক্ষ্য এখন সিরিজ নিশ্চিত করা। এমন ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
প্রথম ওয়ানডেতে মিরপুরের কালো মাটির পিচে দুই দলের স্পিনাররা দাপট দেখিয়েছে। তাদের ঘূর্ণির জাদুতে পরাস্ত হতে হয়েছে ব্যাটরদের। যে কারণে আজকের ম্যাচের আগে দুই দলই স্কোয়াড শক্তিশালী করতে একজন করে নতুন স্পিনারকে যুক্ত করেছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ আর ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন দ্বিতীয় ওয়ানডের আগে দলে ডাক পেয়েছেন।
মুখোমুখি লড়াইয়ে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৮টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২২টি ম্যাচ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২৪টি ম্যাচে আর দুটি ম্যাচ ড্র হয়েছে।