স্পিন ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের

মিরপুরে সময় যত গড়ায় উইকেট ততটাই স্পিনারদের জন্য সহায়ক হয়ে ওঠে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। ২০ ওভার পর্যন্ত অনেকটাই ক্যারিবয়ানদের দখলে ছিল ম্যাচ। তবে মাত্র দুই ওভারের ব্যবধানে স্পিন ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলে বাংলাদেশ।
আকিম আগুস্তকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিন নম্বরে নামা কেসি কার্টি। তৃতীয় উইকেট জুটিতে ৩০ রান তুলে ফেলেছিলেন তারা। ২১তম ওভারে বোলিংয়ে সেই জুটি ভেঙ্গে দিয়ে বাংলাদেশের অপেক্ষা শেষ করেন রিশাদ। কার্টিকে ফেরান এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে। ৫৯ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
পরের ওভারে উইকেটে থিতু হওয়া আরেক ব্যাটার আগুস্তকে ফেরান তানভীর ইসলাম। রিশাদের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ১৭ রান করেন তিনি।
ম্যাচের অর্ধেক শেষে (২৫ ওভারে) এখনও একশ রান ছুঁতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এর আগেই ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।
উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ
শুরুটা ভালো করেছেন স্পিনার নাসুম আহমেদ। শুরুতেই উইকেট তুলে নেন। কিন্তু সেই ধারা অব্যাহত রাখতে পারেননি কেউই। বাংলাদেশের বোলারদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে বোলিংয়ে এসেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানলেন রিশাদ।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশের স্পিন আক্রমণের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের তৃতীয় বলেই নাসুমের স্পিনঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্র্যান্ডন কিং। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন তিনি।
সেই মোমেন্টাম অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টাইগার বোলারদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিবিয়ানরা। দ্বিতীয় উইকেটে জুটিতে ৫১ রান তুলে ফেলেছিলেন কেসি কার্টি আর আলিক আথানেজ।
এরপর ১৪তম ওভারে আক্রমণেই এসেই বাংলাদেশকে উইকেট এনে দেন রিশাদ। ওপেনার আথানেজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে ৪২ বলে ২৮ রান করেন এই ক্যারিবিয়ান ওপেনার। ১৪ ওভার শেষে ২ উইকেটে ৫৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে বল করতে নেমে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করে তারা। এরপর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে করায় ক্যারিবিয়ানরা।
সেই স্পিনের বিপক্ষে বাংলাদেশ অবশ্য খুব ভালোও করতে পারছিলেন না। বাকিদের মন্থর ব্যাটিংয়ের বিপরীতে শেষদিকে ব্যাটহাতে ঝড় তুলেন রিশাদ হোসেন। তার শেষের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।
একনজরে দেখুন বাংলাদেশের ব্যাটাররা কে, কেমন ব্যাটিং করেছে...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)