মিরপুরে বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

মিরপুরের উইকেট বরাবরই স্পিনবান্ধব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে যেন আরেকটু বেশিই স্পিন বান্ধব হয়েছে সেটি। ওয়েস্ট ইন্ডিজ দল অন্তত সেটিই প্রমাণ করেছেন রেকর্ড বই উলোপালোট করে দিয়ে। নিজেদের ক্রিকেট ইতিহাস তো বটেই, বিশ্ব ক্রিকেটেই নতুন ইতিহাস গড়ল ক্যারিবিয়ানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে যা কখনও ঘটেনি মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে সেটিই করেছে সফরকারীরা।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে বোলিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ে নেমেই নতুন এক রেকর্ড করেছে ক্যারিবিয়নরা। সফরকারীদের হয়ে বোলিং শুরু করেন স্পিনার আকিল হোসেন। পরের ওভারে বল করতে আসেন আরেক স্পিনার রোস্টন চেজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনোই দুই স্পিনারকে দিয়ে ইনিংস শুরু করেনি ওয়েস্ট ইন্ডিজ।
এই রেকর্ডই শেষ নয়। আরও এক রেকর্ডে নাম লিখিয়েছে তারা। পরের রেকর্ডটি বিশ্ব ক্রিকেটেই প্রথম। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৫০ ওভারের সবগুলো ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পাঁচ স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ, আলিক আথানেজ, গুডাকেশ মোটি ও পিয়েরে সবাই ১০ ওভারের কোটা পূরণ করেছেন।
ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিনারদের দিয়ে করানোর রেকর্ড। ১৯৯৬ সালে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই স্পিনারদের দিয় ৪৪ ওভার বল করায় শ্রীলঙ্কা। পরে আরও দুই বার (১৯৯৮ সালে নিউজিল্যান্ড ও ২০০৪ সালে অস্ট্রেলিয়া) এক ইনিংসে স্পিনারদের দিয়ে ৪৪ ওভার বল করায় শ্রীলঙ্কা। সেই রেকর্ড ভেঙ্গে এবার মিরপুরে নতুন রেকর্ডের জন্ম দিল ওয়েস্ট ইন্ডিজ।
পুরো ৫০ ওভার স্পিনার নিয়ে খেলা উইন্ডিজ বোলাররা কেমন করেছে, তাদের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা কতটুকু দায়িত্ব নিয়ে ব্যাট করেছে, দেখে নিন সংক্ষিপ্ত স্কোরে...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)