ফের বোলারদের ওপর দায়িত্ব

মিরপুরের উইকেট স্পিনের জন্য আদর্শ। যার ফায়দা নিয়ে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং একাই গুঁড়িয়ে দেন রিশাদ হোসেন। সেখান থেকে শিক্ষা নিয়েই কি না, ক্যারিবীয়রা আজ করেছে অভিনব কাণ্ড। আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে প্রথমবার ৫০ ওভারের পুরোটা স্পিনার দিয়ে সেরেছে কোনো দল। কোনো পেসার বল করেননি।
ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ২০০ হওয়া নিয়ে সংশয় ছিল। রিশাদ হোসেনের ব্যাটে দূর হয় অনিশ্চয়তা। বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করেছে ২১৩ রান। প্রথম ওয়ানডেতে ২০৭ রান নিয়েও ম্যাচ জিতেছে স্বাগতিকরা। শেরেবাংলায় আজ মঙ্গলবারও (২১ অক্টোবর) আশা রাখছে দল। যেখানে মূল দায়িত্ব নিতে হবে বোলারদের। নির্দিষ্ট করে বললে স্পিনারদের।
টানা হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। উইন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচের জয়টা স্বস্তি নিয়ে আসে। আজ লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। স্পিননির্ভর উইকেটে বাংলাদেশ নেমেছে একজন বাড়তি স্পিনার নিয়ে। শুরুতে স্কোয়াডে না থাকলে শেষ দুই ওয়ানডের জন্য নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। আজ তাকে একাদশে জায়গা দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে বসিয়ে।
এর আগে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মন্থর পিচে রান করতে বেশ অসুবিধাই হয়েছে বাংলাদেশের। শেষ দিকে রিশাদ-সোহানে রক্ষা। ব্যাটিংয়ে কে কেমন করেছে, সেটি দেখে নিন এক নজরে…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)