নতুন ইতিহাসের সাক্ষী হলো মিরপুর

মন্থর পিচে দুদলই একাদশ সাজিয়েছে স্পিনকে কেন্দ্র করে। ওয়েস্ট ইন্ডিজ তো পুরো ইনিংসেই কাজ চালিয়েছে স্পিনার দিয়ে। ৫০ ওভারের মধ্যে একবারও আনেনি পেসার। বাংলাদেশকে থামাতে ব্যবহার করেছে পাঁচ স্পিনার।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে এক দল পুরো ৫০ ওভার বল করেছেন স্পিনাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দলগত এই রেকর্ড দেখেছে ক্রিকেট দুনিয়া। ম্যাচের দ্বিতীয় ভাগেও অপেক্ষা করছিল আরেকটি রেকর্ড।
বাংলাদেশও যে স্পিন নিয়ে আক্রমণের পরিকল্পনা সাজাবে, সেটি জানাই ছিল। ৫০ ওভারের মধ্যে ৪২ ওভারই করেছেন স্পিনাররা। মুস্তাফিজুর রহমান করেছেন ৮ ওভার। দুদল মিলে স্পিন করেছে ৯২ ওভার। ওয়ানডেতে এক ম্যাচে এটিই সবচেয়ে বেশি স্পিন বোলিং করার রেকর্ড।
এর আগে সর্বোচ্চ ছিল ২০১৯ সালে, ভারতের দেরাদুনে, আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে। ম্যাচে দুদল মিলে স্পিন করেছিল ৭৮.২ ওভার। আয়ারল্যান্ড ৩৯ ওভার এবং আফগানরা ৩৯.২ ওভার স্পিন করেছিল।
স্পিননির্ভর ম্যাচে কেমন হয়েছিল দুদলের পারফরম্যান্স, দেখে নিন একনজরে…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, আগুস্ত ১৭, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেজ ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*,হোপ ৫৩*; নাসুম ১০-০-৩৮-২, তানভীর ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০)
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ : ১ ওভারে ১০/১ (হোপ ৭*, রাদারফোর্ড ৩, কিং ০*; মুস্তাফিজ ১-০-১০-১)
সুপার ওভারে বাংলাদেশ : ১ ওভারে ৯/১ (সৌম্য ৩, সাইফ ২*, শান্ত ০*; আকিল ১-০-৮-১)