কেমন ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম সুপার ওভার?

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভারের সাক্ষী হয়েছে বাংলাদেশ। যদিও সেই স্মৃতি স্মরণীয় করে রাখতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। ৯ বলে ১১ রানের সমীকরণ মেলাতে পারেননি সাইফ হাসান-সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ হেরেছে ১ রানে। সবমিলিয়ে কেমন ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম সুপার ওভার?
১১ রান তাড়া করতে নেমেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল করতে এসেছিলেন স্পিনার আকিল হোসেন। তিনি প্রথম বলটিই ওয়াইড করেন। দ্বিতীয় বলে ২ রান নেন সৌম্য। সেই বলটিকে আম্পায়ার নো-বল কল করেন।
কোনো বল ছাড়াই ৪ রান যোগ হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। তৃতীয় বলে ফ্রি-হিট থেকে এক রান নিতে পারেন সৌম্য। এবার স্ট্রাইক পান সাইফ। নিজের প্রথম আর ওভারের বৈধ দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি তিনি।
তৃতীয় বল থেকে একবার প্রান্ত পরিবর্তন করেন সাইফ। চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ২ বলে ৫ রান।
সৌম্য ফেরার পরে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বলে ব্যাট-বলে সংযোগ করতে পারেননি তিনি। তবুও দৌড়ে এক রান নেন। পরের বলটি আবারও ওয়াইড করেন আকিল। এবার বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রানের।
শেষ বলে স্ট্রাইকে ছিলেন সাইফ। কিন্তু সেই বল থেকে ১ রানের বেশি নিতে পারেননি তিনি। বাংলাদেশ ম্যাচ হেরে যায় এক রানে।
এর আগে মুস্তাফিজুর রহমানের ওভার থেকে ১০ রান নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলে এক রান দেওয়ার পরে দ্বিতীয় বলে ফিরিয়েছিলেন শেরফান রাদারফোর্ডকে। তৃতীয় বলে দুই রান নেন ব্র্যান্ডন কিং। চতুর্থ বল থেকে আসে এক রান। পঞ্চম বলে ২ এবং শেষ বলে বাউন্ডারি হজম করেন ফিজ।
হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে সুপার ওভারসহ পুরো ম্যাচের সংক্ষিপ্ত স্কোর দেখা নেওয়া যাক…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, আগুস্ত ১৭, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেজ ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*,হোপ ৫৩*; নাসুম ১০-০-৩৮-২, তানভীর ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০)
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ : ১ ওভারে ১০/১ (হোপ ৭*, রাদারফোর্ড ৩, কিং ০*; মুস্তাফিজ ১-০-১০-১)
সুপার ওভারে বাংলাদেশ : ১ ওভারে ৯/১ (সৌম্য ৩, সাইফ ২*, শান্ত ০*; আকিল ১-০-৮-১)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয়ী।