এখন আপনি দায়িত্বে, কমনসেন্স কোথায়– কাকে খোঁচা দিলেন বিসিবির সাবেক অ্যানালিস্ট?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ওভারের খেলা টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভারের লড়াইয়ে নেমেছিল টাইগাররা। লক্ষ্যটাও সহজ ছিল, ৬ বলে ১১ রানের সমীকরণে নেমে কোনো বল ছাড়াই চার রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপরও ম্যাচ হেরেছে।
সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন সাইফ হাসান-সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত। চলমান সিরিজে একজনও ফর্মে নেই। বিপরীতে, মিরপুরের কুচকুচে কালো উইকেটে দুই ম্যাচের চার-ছক্কার ঝড় দেখিয়েছেন রিশাদ। কিন্তু সুপার ওভারে তাকে বিবেচনা করা হয়নি। বাংলাদেশ দলের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে দেশের ক্রিকেটপাড়ায়।
সেই সমালোচনায় যোগ দিলেন বাংলাদেশ দলের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোঁচা মেরে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আজ বুধবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মহসিন লিখেছেন, ‘আপনি যখন ড্রেসিংরুমে থাকবেন না, তখন আপনি স্থানীয় খেলোয়াড়দের কমনসেন্স নিয়ে প্রশ্ন তুলবেন। এখন তো আপনি দায়িত্বে। এখন সেই কমনসেন্স কোথায়?’

এই স্ট্যাটাসে মহসিন শেখ কারো নাম উল্লেখ করেননি। তবে স্ট্যাটাসটি যে বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে উদ্দেশ্য করে দিয়েছেন, সেটি স্পষ্ট। কারণ, সালাউদ্দিন জাতীয় দলে দায়িত্ব পাওয়ার আগে ক্রিকেটারদের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের ‘ব্রেইনলেস’ বলেও দাবি করেছিলে সালাউদ্দিন।
সেসময় সালাউদ্দিন বলেছিলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি একটা সামান্য কমনসেন্স (সাধারণ জ্ঞান) চাই। তাদের আসলে কমনসেন্স আছে কি না, এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ।’
সালাহউদ্দিন এখন জাতীয় দলের সিনিয়র সহকারি কোচ। ব্যাটিংটাও তিনিই দেখছেন। এরপরও সুপার ওভারে অমন সিদ্ধান্ত নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেখানে নাম জড়িয়ে আছে সালাউদ্দিনের।
চন্দিকা হাথুরুসিংহের সময় জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্বে ছিলেন মহসিন শেখ। তবে, গত বছর হাথুরুসিংহের দায়িত্ব চলে যাওয়ার পর আর চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি তার সঙ্গেও। বাংলাদেশ ছাড়া আফগানিস্তান, শ্রীলঙ্কা ও পাকিস্তান দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি।