উইন্ডিজ বোলারদের শাসিয়ে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং দেখে বোঝার উপায়ই নেই এই উইকেটেই আগের দুটি ম্যাচ লো স্কোরিং হয়েছে। আজকের ম্যাচে ব্যাটাররা নয় বরং বোলারাই চাপে পড়ে গেছে। ক্যারিবীয় স্পিনারদের বিপক্ষে আজ ম্যাচের শুরু থেকেই হাত খুলে খেলছেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।
পাওয়ার প্লেতে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভার শেষে কোন উইকেট না হারিয়েই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭৪ রান। ১৬ ওভারের আগে দলীয় সংগ্রহ ১০০ পার হয় কোনো উইকেট না হারিয়েই। ইতোমধ্যে ফিফটি পূর্ণ করেছেন দুই ওপেনারই।
বাংলাদেশর দুই ওপেনার আজ শুরু থেকেই টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করছেন। আকিল হোসেনের করা প্রথম ওভারে দুটি বাউন্ডারি তুলে নেন সাইফ। এরপর দ্বিতীয় ওভারে রোস্টন চেজের ওভার মেডেন গেলেও এরপর থেকে রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন সৌম্য-সাইফ। অষ্টম ওভারে রোস্টন চেজের বলে ২ ছক্কাও ১ চারে সর্বোচ্চ ১৭ রান তুলেছেন এই দুই ওপেনার।
প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ের ব্যর্থতা কাটিয়ে আজ শুরু থেকেই আগ্রাসী মেজাজে টাইগার ওপেনাররা। সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দেওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এর আগে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ
আজ দুদলই তাদের একাদশে কোন পরিবর্তন আনেনি। দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামছে তারা।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।