বাংলাদেশের স্পিন আঘাতে বিপাকে উইন্ডিজরা

বাংলাদেশের ব্যাটাররা যে রান করেছেন, এই পিচে সেটি পাহাড়সম। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের কঠিন পরীক্ষায় বসতে হবে, সেটি বোঝা গিয়েছে। বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ সেটি আরও কঠিনতর করে তুললেন। ক্যারিবীয় টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে স্বাগতিকদের এনে দিয়েছেন দারুণ শুরু।
পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন নাসুম। ক্যারিবীয় ওপেনার অ্যালিক আথানেজকে লেগবিফোর করেন তিনি। ২১ বলে ১৫ আসে আথানেজের ব্যাট থেকে। ১৬ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন ২৮ রানে। কিংয়ের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৮ রান। আকিম অগাস্টেকে রানের খাতাই খুলতে দেননি নাসুম। লেগবিফোরের ফাঁদে পড়ে পতন ঘটে তুতীয় উইকেটের। স্কোরবোর্ডে ক্যারিবীয়দের রান তখন ৩৫।
পরের আঘাতটা তানভীর ইসলামের। ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তিনি। ফেরার আগে ১৬ বলে ৪ রান করেন হোপ। পঞ্চাশ রান পার করার আগেই ৪ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজদের ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ নেমেছে সিরিজ নিজেদের করে নিতে। দ্বিতীয় ওয়ানডেতে হারের কারণে আজকের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন সৌম্য সরকার ও সাইফ হাসান।
দুই ওপেনার মিলে ভেঙেছেন ২৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন মিলে জাতীয় স্টেডিয়াম ঢাকায় গড়েছিলেন ১৭০ রানের জুটি। সেটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সৌম্য-সাইফ মিলে গড়েছেন ১৭৬ রানের জুটি। ২৫.২ ওভারে দুজনের গড়া জুটি বাংলাদেশের ওপেনিংয়ে মিরপুরে সর্বোচ্চ।
৭২ বলে সমান ৬টি করে চার ও ছক্কায় ৮০ রান করে সাইফ আউট হন। রোস্টন চেজের বলে লং অনে ক্যাচ নেন জাস্টিন গ্রিভস। সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় নেন সৌম্য। আকিল হোসেনের বলে ডিপ মিড উইকেটে আকিম অগাস্টের হাতে ধরা পড়েন সৌম্য। এর আগে ৭টি চার ও ৪টি ছক্কায় ৮৬ বলে ৯১ রানের ঝলমলে ইনিংস খেলেন।
পুরো ইনিংসে কেমন করেছে বাংলাদেশের ব্যাটাররা, স্কোরবোর্ডে চোখ বোলালে বুঝতে পারবেন…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ১০-১-৪১-৪, পিয়েরে ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, আথানেজ ৭-০-৩৭-২, চেজ ৮-১-৫৩-১, মোতি ৮-০-৫৩-১)