চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে আজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য চমক রেখেই স্কোয়াড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজেও খেলতে পারেননি লিটন। সেসময় অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন জাকের আলী। অবশেষে চোট কাটিয়ে দলে ফিরলেন তিনি।
এর বাইরে স্কোয়াডে পরিবর্তন এসেছে দুটি। সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই জন। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ওপেনার সৌম্য সরকার। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে কোনো ম্যাচই খেলতে পারেননি সৌম্য।
আফগানদের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির একাদশে ছিলেন সাইফউদ্দিন। দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভার ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ব্যাটহাতে ২ বলে করেছিলেন ৪ রান। শেষ টি-টোয়েন্টিতে অবশ্য বলহাতে ভালো করেছিলেন এই অলরাউন্ডার। ৩ ওভারে ১৫ রানে শিকার করেছিলেন ৩ উইকেট। এ ম্যাচে ব্যাটহাতে নামতে হয়নি তাকে। এরপরও ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে জায়গা হয়নি তার।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২৭ অক্টোবর। একদিন বিরতি দিয়ে ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে ৩১ অক্টোবর। টাইগাররা সবগুলো ম্যাচই খেলবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।