টানা জয়ের পরে এবার হার দেখল বাংলাদেশ
প্রায় এক যুগ পরে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পুরোনো সেই স্মৃতি ভুলে নতুন গল্প লিখতে পারেনি বাংলাদেশ। আজও হেরেছে স্বাগতিকদের বিপক্ষে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রীতি ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। তবে কারা গোল দিয়েছে বা কখন গোল হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আগামী বছর কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপে খেলবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খাতুনরা। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আজ ছিল প্রথমটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া তথ্যমতে, ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কোচ পিটার বাটলারের দল। বিরতি থেকে ফিরে হজম করে আরও দুই গোল। বাংলাদেশ জাল খুঁজে পায়নি। ফলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ-থাইল্যান্ডের এই প্রীতি ম্যাচটি ফিফা স্বীকৃত হলেও কোনো লাইভ সম্প্রচার করা হয়নি ম্যাচটির। দুই ফেডারেশনের সম্মতিতেই ম্যাচটি ক্লোজড ডোর রাখা হয়েছিল। সরাসরি সম্প্রচার না হওয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৩ সালে। সেই স্মৃতি অবশ্য সুখকর নয়, বেশ বেদনাদায়ক। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯-০ গোলের বড় ব্যবধানে। এক যুগ পর সেই স্মৃতি বদলাতে পারল না বাংলাদেশ। বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে আগামী ২৭ অক্টোবর।
বাংলাদেশের চেয়ে অবশ্য বেশ শক্তিশালী দল থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫৩ আর বাংলাদেশ আছে ১০৪ নম্বরে। এশিয়ান কাপেও নিয়মিত খেলে তারা। যদিও এবার বাছাইপর্বে ভারতের বিপক্ষে হেরে আর এশিয়ান কাপ খেলা হচ্ছে না আসন্ন আসরে।

স্পোর্টস ডেস্ক