প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সোমবার (২৭ অক্টোবর) মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে টসে হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। সর্বশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়ে টানা সাফল্যের ধারা অব্যাহত রেখেছে লিটনরা। ঘরের মাঠ, সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস—সব মিলিয়ে আজকের ম্যাচে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং সহায়ক। বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেটের রংয়েও পরিবর্তন আছে এখানে। তবে শেষের দিকে উইকেট শুষ্ক হওয়ায় স্পিনাররাও কিছুটা সহায়তা পেতে পারেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ও ওয়েস্ট ইন্ডিজ ৯টি ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ সিরিজে গত বছর ক্যারিবীয়দের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশের জন্য স্বস্তির খবর এই যে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন। সাইড স্ট্রেইনের কারণে তিনি ছিলেন এশিয়া কাপের শেষ ভাগ ও আফগানিস্তান সিরিজেও বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা লিটন গত সাত ইনিংসে করেছেন তিনটি হাফ-সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকও তিনি।

স্পোর্টস ডেস্ক