সিরিজ বাঁচাতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান
 
বাংলাদেশের দারুণ শুরু মলিন হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। ১০ ওভার পর্যন্ত ম্যাচে একচ্ছত্র আধিপত্য করল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে মনে হচ্ছিল ২০০ রান ছুঁয়ে ফেলবে ক্যারিবিয়ানরা। তবে সেই আশার গুড়ে বালি ছিটিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের দেড়শর মধ্যে আটকে রাখে টাইগাররা।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ওপেনার ব্র্যান্ডন কিংকে ফেরত পাঠিয়েছিলেন এক রানে। দারুণ সেই শুরু মলিন হতে লাগল আস্তে আস্তে। আলিক আথানেজ আর শাই হোপ মিলে বাংলাদেশের বোলারদের শাসন করলেন পরের ১০ ওভার। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৯ বলে ১০৫ রান তুলেছিলেন এই দুজন।
একটা সময় মনে হচ্ছিল ২০০ রান ছুঁয়ে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ। যার শুরুটা হয় ১১তম ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাতের মধ্য দিয়ে। ওভারের দ্বিতীয় বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন আথানেজ। ৩৩ বলে ৫২ রান করা এই ব্যাটার ফিরলে ভাঙে সেই জুটি। এরপর উইকেটে আসা শেরফান রাদারফোর্ডকে উইকেটে দাঁড়াতেই দেননি নাসুম। গোল্ডন ডাক করে ফেরেন রাদারফোর্ড।
পরের ওভারে বাংলাদেশকে আরেকটি সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। আক্রমণাত্মক ব্যাটিং করা ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে ফেরত পাঠান ফিজ। ফেরার আগে ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৪তম ওভারে বোলিংয়ে এসে ম্যাচের লাগাম পুরোপুরি বাংলাদেশের হাতে এনে দেন রিশাদ হোসেন। ফেরত পাঠান দুই মারকুটে ব্যাটার রোভম্যান পাওয়েল (৯ বলে ৩) ও জেসন হোল্ডারকে (৪ বলে ৪)।
এরপর সেভাবে কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা। শেষ ওভারে আরও উইকেট তুলে নেন ফিজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজ। দুটি করে উইকেট গেছে নাসুম ও রিশাদের ঝুলিতে। একটি উইকেট পেয়েছেন তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, শেফার্ড ১৩, পিয়েরে ০, আকিল ১, চেজ ১৭; সাকিব ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
