ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ
 
ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফের ভারতে সফরে যাবে তারা। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ তাদের একটি প্রতিবেদনে এমনটিই তুলে ধরেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর এক কর্মকর্তা ক্রিকবাজকে নিশ্চিত করেছেন যে, দুই বোর্ডের মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত করতে আলোচনা চলছে। ম্যাচগুলো কলকাতা ও কটকে অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন: দেশে ফিরে সুসংবাদ পেলেন বাংলার মেয়েরা
ওয়ানডে সিরিজটি দুই দলের জন্য নতুন আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হিসেবে বিবেচিত হবে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, প্রস্তাবিত খসড়া অনুযায়ী তারা ১৪ বা ১৫ ডিসেম্বর সফরের জন্য দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। যেটি এখন দুই বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিরিজের আয়োজকরা ওই তারিখ মাথায় রেখেই আপাতত প্রস্তুতি নিতে বলেছেন।
অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার ফিটনেস উন্নয়নের জন্য জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেবেন না। এছাড়া আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টটিতে অংশ নেবেন না বামহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। নাহিদা বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন আর মারুফা অতিরিক্ত দায়িত্বের কারণে বিশ্রামের প্রয়োজনেই থাকছেন না।
আরও পড়ুন: জয়টা যেন স্বপ্নের মতো’ ভারতের হয়ে ইতিহাস গড়ে কাঁদলেন জেমিমা
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে বাংলাদেশের ক্রিকেটেররা দেশে ফিরেছে ২৮ অক্টোবর। এটি ছিল বাংলাদেশের জন্য দ্বিতীয় নারী ওয়ানডে বিশ্বকাপ আসর। জয়ের খুব কাছাকাছি গিয়ে তিনটি ম্যাচে না হারলে হয়ত সেমিফাইনাল খেলার স্বপ্নপূরণ হতো বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের আসর শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে তারা লড়াই জমিয়ে তুলে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত হেরেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে হারটি ক্রিকেটপ্রেমীদের জন্য মেনে নেওয়া কঠিন।
এবারের বিশ্বকাপে ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৮ দলের মধ্যে সপ্তম স্থানে শেষ করেছে নিগার-নাহিদারা।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
