ইমার্জিং এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
 
আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ইমার্জিং এশিয়া কাপ। এশিয়া অঞ্চলের ‘এ’ দলগুলোকে নিয়ে আয়োজন করা হতো এই টুর্নামেন্ট। তবে এবার ভিন্ন নামে মাঠে গড়াবে আঞ্চলিক এই লড়াই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নতুন করে টুর্নামেন্টের নাম রেখেছে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’।
এই টুর্নামেন্টেও আরেকবার দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ। গত মাসে শেষ হওয়া এশিয়া কাপের মতো এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপেও একই গ্রুপে পড়েছে দুই দল। এই টুর্নামেন্টেও মোট আটটি দল অংশ নিবে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে ভারত-পাকিস্তানের অপর দুই সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
নতুন নামে আসা এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের সঙ্গী মূল এশিয়া কাপের মতোই শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বাংলাদেশসহ পাঁচটি দেশ তাদের ‘এ’ দল পাঠাচ্ছে। তবে হংকং, আমিরাত ও ওমান খেলবে মূল দল নিয়ে।
এই টুর্নামেন্টেও বাংলাদেশ মিশন শুরু করবে হংকংকে দিয়ে। ১৫ নভেম্বর মাঠে গড়াবে এই ম্যাচটি। এরপর ১৭ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর ১৯ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে, ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যাবে ১৬ নভেম্বর।
কাতারে আট দলের এই প্রতিযোগিতা চলবে ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অনেক কিছুতে মিল থাকলেও ভিন্নতা আছে টুর্নামেন্টের ফিকশ্চারে। এখানে কোনো সুপার ফোর নেই। তাই গ্রুপপর্বের পর সরাসরি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ফাইনাল। ২১ নভেম্বর দুই সেমিফাইনাল ও ২৩ নভেম্বর হবে ফাইনাল।
এই আসরে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে সবারই নজর থাকবে। বিশেষ করে ভারত–পাকিস্তানের মহারণে, যা সব সময়ই এশিয়ান ক্রিকেটে বাড়তি উত্তেজনা নিয়ে আসে।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
