শান্তর ভাবনায় পরিবর্তনের সুর
প্রত্যেকটা ক্রিকেটারেরই ক্যারিয়ারের বড় স্বপ্ন থাকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের সাদা জার্সি গায়ে জড়ানো। নাজমুল হোসেন শান্তও তার ব্যতিক্রম নয়। নানা সময়েই টেস্টের প্রতি ভালোবাসার কথা জানিয়েছে শান্ত। কিন্তু হঠাৎ করেই সেই সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে আবারও তার ওপরই ভরসা রেখেছে বিসিবি।
আজ শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্টের অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২-২৫-২০২৭ চক্রে নেতৃত্ব দিবেন তিনি। নতুন করে নেতৃত্ব ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত শান্ত নিজেও। দেশকে নেতৃত্ব দিতে পারা জীবনের গর্বের অধ্যায় বলে মনে করেন তিনি।
শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’
গত জুনে নিজে থেকেই অধিনাকত্ব ছেড়ে দেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে তখন বলেছিলেন, তিন সংস্করণে তিন অধিনায়ক সমস্যার হতে পারে বলে মনে করেন তিনি।
সেই রীতি থেকে বিসিবি অবশ্য বেড়িয়ে আসেনি। এখনো তিন সংস্করণে তিন অধিনায়কই থাকছেন। টেস্টে শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টি-টোয়েন্টিতে লিটন দাস। তবে শান্তর ভাবনায় এখন পরিবর্তনের সুর।
শান্ত বলেন, ‘এত প্রতিভা ও সম্ভাবনা আছে যে দলের, সেই দলকে নেতৃত্ব দিতে পারা সত্যিকারের আনন্দের। আমি বিশ্বাস করি, রোমাঞ্চকর ও ইতিবাচক একটি মৌসুম আমাদের অপেক্ষায়। এই মাসের আয়ারল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে আছি আমরা, যেটি দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় শুরু হচ্ছে।’
চলতি মাসে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড দল। তিনটি টি-টোয়েন্টির সঙ্গে খেলবে দুটি টেস্ট। সিলেটে শুরু হবে টেস্টের সিরিজ। এরপর আর চলতি বছরে কোনো টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের। আগামী বছরের মার্চ থেকে অবশ্য টানা কয়েকটি টেস্ট খেলবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক