মেসির গোলেও হেরেছে মায়ামি, ফল নির্ধারণ তৃতীয় ম্যাচে
ন্যাশভিলকে হারালেই মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফ কনফারেন্সের সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল লিওনেল মেসিদের সামনে। কিন্তু নাশভিলের মাঠ জিওডিস পার্কে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। শেষ সময়ে লিওনেল মেসির জাদুকরী গোলেও রক্ষা পায়নি ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে আজ (২ নভেম্বর) ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে মায়ামি। এর আগে প্রথম ম্যাচে জয় পেয়েছিল মায়ামি। ফলে দুই দলের লড়াই গড়াল তৃতীয় ও শেষ ম্যাচে, যেটি হবে আগামী শনিবার (৮ নভেম্বর) মায়ামির মাঠে।
ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে এগিয়ে যায় ন্যাশভিল। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করলে সুযোগটি কাজে লাগান স্যাম সারিজ। এরপর প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জশ বাউয়ারের গোলেই ব্যবধান দ্বিগুণ করে তারা।
আরও পড়ুন: নতুন চুক্তিতে মায়ামিতে বছরে কত বেতন পাবেন মেসি?
বল দখলে এগিয়ে থাকলেও মায়ামির আক্রমণে ছিল ধারহীনতা। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র তিনটি। ৯০তম মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে বল পন মেসি। এরপর অসাধারণ এক শটে গোল করে ম্যাচে আশা জাগান, কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তার দল।
এর আগে প্লে অফের প্রথম ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। তাই এখন তৃতীয় ও শেষ ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে পরের রাউন্ডে।
আরও পড়ুন: নতুন চুক্তিতে মায়ামিতে কতদিন থাকবেন মেসি?
২০২৩ সালের মে মাসের পর এই প্রথম মায়ামির বিপক্ষে জয় পেল ন্যাশভিল। ইন্টার মায়ামির বিপক্ষে এর আগের ১০ ম্যাচে জয় পয়নি তারা। কিন্তু এবার প্লে-অফের লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক