তিনবার পিছিয়ে পড়েও হার এড়াল বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক রাত পার করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও হান্সি ফ্লিকের দল রক্ষা পেল পরাজয়ের হাত থেকে। কাতালান ক্লাবটি হার এড়িয়েছে শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। গতকাল বুধবার (৫ নভেম্বর) রাতে ক্লাব ব্রুগার মাঠে ৩-৩ গোলে সমতা নিয়ে ফিরেছে বার্সেলোনা।
ঘরের মাঠ ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ব্রুগা। ষষ্ঠ মিনিটেই কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডির গোলে এগিয়ে যায় তারা। তবে এক মিনিট পরই ফেরমিন লোপেজের পাস থেকে ফেরান তোরেস গোল করে বার্সাকে সমতায় ফেরায়।
এরপর সপ্তদশ মিনিটে আবারও ফোর্বসের গোলে লিড নেয় ব্রুগা। এরপর একাধিকবার সমতায় ফেরার চেষ্টা করেও গোল মিস কিংবা পোস্টের বাঁধায় তার সফল হতে পারেনি। এতে ২-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ফ্লিকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামালের দারুণ এক গোলে সমতায় ফেরে বর্সা। ৬১ তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে দুজনকে কাটিয়ে লোপেজকে বাড়িয়ে দেন বল। এরপর বক্সে ঢুকে দ্রুত ফিরতি বল নিয়ে আরও দুজনকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই স্প্যানিশ তরুণ তারকা ।
তবে দুই মিনিট বাদেই ম্যাচের ৬৩ মিনিটে আবারও গোল হজম করতে হয় ফ্লিকের শিষ্যদের। ফোর্বস নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন।
কিন্তু লিডটা ধরে রাখেতে পারেনি ব্রুগা। এবার নিজেদের ভুলেই গোল হজম করে তারা। ম্যাচের ৭৭তম মিনিটে ইয়ামালের ক্রসে ব্রুগার খেলোয়াড় ক্রিস্তোস জোলিসের হেডে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। এতেই তৃতীয়বারের মতো সমতায় ফেরে বার্সেলোনা।
শেষ সময়ে ব্রুগা আরও একবার বল জড়ালেও ভিএআর পর্যালোচনায় সেটি বাতিল হয়। এরপর আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।
পুরো ম্যাচে ৭৮ শতাংশ সময় বল দখলে রেখেও লক্ষ্যে মাত্র ৬টি শট লক্ষ্যে রাখতে পারে বার্সা। অন্যদিকে ব্রগা ২২ শতাংশ বল দখলে রেখে ১০ শট নিয়ে ৬টি শট লক্ষ্যে রাখে।
এই ড্রতে চার ম্যাচ শেষে ২ জয় ১ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের ১১ তম স্থানে এখন বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে আছে ব্রুগা। বর্তমানে টানা ৪ জয়ে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান যথাক্রমে শীর্ষ তিনে অবস্থান করছে।

স্পোর্টস ডেস্ক