কবে, কোথায় হবে আইপিএলের নিলাম?
গত দুই আসরে আইপিএলের নিলাম বসেছে বিদেশের মাটিতে। সামনে আইপিএলের নতুন আসর। তার আগে আলোচনা ছিলো এবারও কি বিদেশের মাটিতে বসবে নিলাম? সেই গুঞ্জনই সত্যি হয়েছে। টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে হবে আইপিএলের নিলাম।
জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসছে ২০২৬ আইপিএলের নিলাম। এর আগে ২০২৪ সালেও আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের নিলাম। অবশ্য সেই আসর দিয়েই শুরু হয় দেশের বাইরে আইপিএলের নিলাম।
গত বছর দুই দিন ব্যাপী আইপিএলের মেগা নিলাম বসেছিল সৌদি আরবের জেদ্দায়। তবে এবার মেগা নিলাম নয়, একদিনের মিনি নিলাম হবে।
ইতোমধ্যে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, ২০২৫ আইপিএলের স্কোয়াড থেকে কাকে রাখা হবে আর কাকে ছাড়া হবে। সেজন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় সময় বেলা তিনটা পর্যন্ত।
এরপর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত ক্রিকেটারদের প্রাথমিকভাবে তালিকা পাঠানো হবে। সেই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের তালিকা পাঠাবে। সেই তালিকা দেখেই তৈরি করা হবে আইপিএলে নিলামের চূড়ান্ত তালিকা।
আইপিএলের নিলাম ডিসেম্বরের ১৬ তারিখ হলেও ইতোমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত বছর থেকে ‘ট্রেডিং উইন্ডো’ চালু করেছিল আইপিএল। এই ট্রেডিংয়ের মাধ্যমে নিলামের আগে খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ট্রেডিং উইন্ডো খোলা থাকবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
আইপিএলে এ পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। ট্রেডিংয়ে এক সঞ্জু স্যামসনকে পেতে রাজস্থান রয়্যালসকে দুই খেলোয়াড়কে দিতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। রাজস্থান পেয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে।
অন্যদিকে, ২ কোটি রুপিতে লক্ষনৌ সুপার জায়ান্টস থেকে শার্দূল ঠাকুর ও ২ কোটি ৬০ লাখ রুপিতে গুজরাট টাইটানস থেকে শেরফান রাদারফোর্ডকে নগদ চুক্তিতে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আরেক ট্রেডে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে মুম্বাই পেসার অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে লক্ষনৌ।

স্পোর্টস ডেস্ক