প্রবাসী ফুটবলার বিতর্ক নিয়ে যা বললেন শমিত
দেশের ফুটবলে যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা হয়ে এসেছেন হামজা চৌধুরী। তার হাত ধরেই এরপর একে একে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন শমিত সোম-ফাহমিদুল ইসলাম-কিউবা মিচেল-জায়ান আহমেদরা। তাদের আগমনে বাংলাদেশ দল এখন বেশ পরিণত।
তবে তাদের আগমনে আছে কিছু বিতর্কও। অনেক সময় দেশি আর প্রবাসী ফুটবলার নিয়ে বিতর্ক ওঠে। আলাদা করে দেখা হয় তাদের। আবার প্রশ্ন ওঠে হামজা-শমিতদের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারছেন দেশের ফুটবলাররা।
ভারত ম্যাচকে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। আজ শনিবার (১৫ নভেম্বর) অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন শমিত সোম। সেখানেও ওঠে এলো এই বিষয়টি। তবে ২৮ বছর বয়সি এই মিডফিল্ডার প্রবাসী-স্থানীয়দের মাঝে বিভেদের দেয়াল না তুলে বরং ঐক্যের সুরই বাজালেন।
শমিত বলেন, এই অভিযোগের সঙ্গে আমি একমত নই। আমাদের দলটা ১১ জনের, দেশি-বিদেশি কোনো ব্যাপারই নয়, তাই না? কীভাবে জিতব, সেটা বুঝতে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। দেশি বনাম বিদেশি খেলোয়াড়-আমরা কোনোদিন এভাবে চিন্তা করিনি। এভাবে বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সবসময় একসঙ্গে থাকতে হবে।
ঐক্যের সুর বাঁজিয়েই ভারতের বিপক্ষে জয় তুলে নিতে চান শমিত। তিনি বলেন, হ্যাঁ, মিডফিল্ডের নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমি মনে করি, পুরো দল, গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং-সব পজিশনের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আছে যে, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারব, জিততে পারব।
অন্য সময়ের তুলনায় বাংলাদেশ দল এখন মাঠের খেলায় বেশ ভালো করছে। তবে এখনো ফলাফল আসছে না। সেসব নিয়ে শমিত বলেন, বিগত ম্যাচগুলোতে আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে, কিন্তু জয়টা পাচ্ছি না। জয়টা আমাদের পাওয়া উচিত। আশা করি আমরা এবার সেটা পাব।

স্পোর্টস ডেস্ক