এটা অবিস্মরণীয় অর্জন—মুশফিককে নিয়ে টেক্টর
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। এই টেস্ট দিয়ে ক্যারিয়ারের নতুন এক মাইলফলকে পৌঁছাবেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের শততম ম্যাচ খেলবেন মি. ডিপেন্ডেবল। আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
২০ বছরের লম্বা ক্যারিয়ার মুশফিকের। বাংলাদেশের হয়ে এই অর্জন কম কিছু নয়। তাই তো সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের কোচ-ক্রিকেটার, মুশফিককে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে আয়ারল্যান্ডের ক্রিকেটার হ্যারি টেক্টরও প্রশংসা করলেন মুশির।
হ্যারি টেক্টর বলেন, ‘এটা ফেনোমেনাল একটা অর্জন। তিনি (মুশফিক) এখনো থামেননি, ২০ বছর ধরে খেলছেন। তিনি বাংলাদেশের প্রথম যে ১০০ টেস্ট খেলছে। ব্যাপারটা অসাধারণ।’
এর আগে মুশফিকের প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের কোচ হেনরিখ মালান। তিনি বলেন, ‘আমি মনে করি তার পেশাদারত্বই শেখার মতো। আমি ভোরে উঠি এবং প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে নাস্তা করতে দেখি। এরপর সে সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে—তখনো বাকিরা হয়তো এসেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে নিয়মিতভাবে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই।’
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স মুশফিককে কিংদবন্তি বলেছেন। তিনি বলেন, ‘তিনি (মুশফিক) নিশ্চিতভাবেই একজন লিজেন্ড। কারণ সে লম্বা সময় খেলছে এবং পরিসংখ্যান তার পক্ষে আছে।’

স্পোর্টস ডেস্ক