সরাসরি চুক্তিতে ৬ দলের দেশি সাইনিং
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপর শুরু হবে বিপিএলের নিলাম। এক যুগ পর হতে যাওয়া নিলামের মাধ্যমে বিপিএলের ১২তম আসরের দল গোছাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তার আগে অবশ্য কিছুটা সুযোগ পেয়েছিল তারা দল গোছাতে। সরাসরি চুক্তিতে দুজন করে দেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এনটিভি অনলাইনের পাঠকদের জন্য নিলামের দলগুলোর দেশি ক্রিকেটারের সর্বশেষ তথ্য তুলে ধরা হলো-
ঢাকা ক্যাপিটালস
দেশি ক্রিকেটার দলে ভেড়ানোয় সবার আগে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। প্রথমে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে দলে ভেড়ায় তারা। এরপর ঢাকার নজর পরে সাম্প্রতিক দারুণ ফর্মে ঢাকা সাইফ হাসানের দিকে। সরাসরি চুক্তিতে এই দুজন ঢাকার দেশি ক্রিকেটার।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তিতে গত কয়েক আসর ধরে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে ধরে রেখেছে তারা। এর সঙ্গে দলে ভিড়িয়েছে জাতীয় দলের নির্ভরযোগ্য বোলার কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানকে।
রাজশাহী ওয়ারিয়র্স
নতুন মালিকানায় আসা রাজশাহী বিবেচনা করেছে অভিজ্ঞতা আর বর্তমান ফর্মকে। অভিজ্ঞতা বিবেচনায় তারা দলে ভিড়িয়েছে টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। আর ফর্ম বিবেচনায় নিয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে।
সিলেট টাইটান্স
মালিকানা পরিবর্তন হয়েছে চায়ের শহর সিলেটের দলটিরও। সেই সঙ্গে পরিবর্তন এসেছে নামেও। নতুন মালিকরা আস্থা রেখেছেন ওয়ানেডে দলের অধিনায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপর। দলটির অধিনায়ক বিচেনায় তাকে দলে নিয়েছে। তার সঙ্গী সিলেটের ছেলে স্পিনার নাসুম আহমেদ।
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তিতে চট্টগ্রামের দুই দেশি ক্রিকেটার দেখে কিছুটা চমকে যেতেই পারেন আপনি। বড় নামের পেছনে না ছুটে তারা নিয়েছে কার্যকরী দুই ক্রিকেটারকে। জাতীয় দলের স্পিনার শেখ মেহেদীর ওপর ভরসা চট্টগ্রামের। তার সঙ্গী আরেক স্পিনার তানভীর ইসলাম।
নোয়াখালী এক্সপ্রেস
শেষ মুহূর্তে দল পেলেও সরাসরি চুক্তিতে পিছিয়ে থাকেনি নোয়াখালী এক্সপ্রেস। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার তাদের প্রথম পছন্দ। এরপর বোলিংয়ে শক্তি বাড়াতে নিয়েছে পেসার হাসান মাহমুদকে।

স্পোর্টস ডেস্ক